ছবি কোলাজ করুন অনলাইনে

ছবি কোলাজ

 

মোবাইলে অ্যাপস নেই, কিন্তু বন্ধুদের এত্তগুলো ছবি কোলাজ করে ফেসবুকে দিতে চান। বস এখনি প্রোগ্রামের চারটি ছবি কোলাজ করে দিতে বলেছেন, কিন্তু পিসিতে কোলাজ করার মতো সফটওয়ার নেই। সেক্ষেত্রে আপনার ভরসা ফ্রি অনলাইন কোলাজ অ্যাপস।

তেমনি একটি অ্যাপস দিচ্ছে ফ্রি ওয়েবসাইট ফটর http://www.fotor.com। সবচেয়ে সহজ পদ্ধতিতে শতশত ছবি কোলাজ করতে পারবেন নিমিষে।

প্রথমেই সাইটটিতে ঢুকে কোলাজ অপশন বেছে নিন। পেইজের বামপাশের ওপরে অপশন দেওয়া আছে কোলাজ স্টাইলের। নিজের পছন্দ মতো অপশন নির্বাচন করে এবার নিজের ডেস্কটপ থেকে ছবি ইমপোর্ট করুন। ইমপোর্ট অপশন ডান সাইডে রয়েছে। সেখানে একটি একটি করে ছবি ইমপোর্ট করতে হবে। কোলাজ শেষ হলে ইমেজের ওপরে কোলাজ বাটন রয়েছে সেখানে ক্লিক করে নিন আপনার কোলাজ ছবি। এখানে ইচ্ছামতো কাস্টোমাইজড করার সুযোগও রয়েছে।

/এফএএন/