টাই বাঁধবেন যেভাবে

অফিসিয়াল পোশাকের সঙ্গে টাই একটি অপরিহার্য অনুষঙ্গ। যেকোনও ফর্মাল পার্টিতেও স্যুটের সঙ্গে মানানসই টাই আভিজাত্য নিয়ে আসে লুকে। তবে টাই বাঁধতে গিয়েই শুরু হয় যত বিপত্তি! কুশলীরাও মাঝে মধ্যে টাই বাঁধতে গিয়ে এলোমেলো করে ফেলেন। আর যাদের এ বিষয়ে ধারণা একটু কম তাদের তো কথাই নেই!
টাই বাঁধার সবচেয়ে সহজ ও প্রচলিত পদ্ধতি হচ্ছে ফোর-ইন-হ্যান্ড। জেনে নিন এই পদ্ধতিতে কীভাবে বাঁধবেন টাই-
শার্টের কলার উঠিয়ে টাই গোল করে ঘুরিয়ে দুই পাশে ঝুলিয়ে নিন। প্রশস্ত অংশ ডান দিকে ঝুলাবেন। বাম দিকের চিকন অংশ উল্টা দিকে ঝুলানো প্রশস্ত অংশের ১২ ইঞ্চি উঁচুতে রাখবেন।

টাই বাঁধবেন যেভাবে-প্রথম ধাপ
বাম হাত দিয়ে প্রশস্ত অংশের টাই চিকন অংশের উপর দিয়ে একসঙ্গে ক্রস করে চেপে ধরুন।

টাই বাঁধবেন যেভাবে- দ্বিতীয় ধাপ
ডান হাত দিয়ে টাইয়ের চিকন অংশের নিচ দিয়ে চওড়া অংশ ডান দিকে নিয়ে আসুন।  

টাই বাঁধবেন যেভাবে- তৃতীয় ধাপ

একইভাবে টাইয়ের চওড়া অংশ চিকন অংশের উপর দিয়ে ক্রস করে বাম দিকে নিন। বাম হাত দিয়ে গিঁটের অংশ ধরে রাখবেন।

টাই বাঁধবেন যেভাবে- চতুর্থ ধাপ
টাইয়ের চওড়া অংশ ভাঁজ করে গলার কাছের গিঁটের অংশের ভেতর দিয়ে টেনে উপরের দিকে তুলে নিন। 

টাই বাঁধবেন যেভাবে- পঞ্চম ধাপ
আঙুলের সাহায্যে সামনের গিঁটের মধ্য দিয়ে প্রশস্ত অংশের শেষাংশ নিচের দিকে টেনে নিন।

টাই বাঁধবেন যেভাবে- ষষ্ঠ ধাপ
চিকন অংশের নিচের দিকে ধরে গিঁট উপরে উঠিয়ে টানটান করে নিন টাই।

টাই বাঁধবেন যেভাবে- শেষ ধাপ

/এনএ/