চুলের বৃদ্ধি বাড়াবে মধু

চুল রুক্ষ ও বিবর্ণ হয়ে পড়েছে? আগা ফাটা প্রাণহীন চুলের যত্নে নিয়মিত ব্যবহার করতে পারেন মধুর হেয়ার প্যাক। মধু প্রাকৃতিকভাবে ময়েশ্চারাইজ করে চুল। এছাড়া চুলের বৃদ্ধি বাড়ানোর পাশাপাশি চুল ঝলমলে ও স্বাস্থ্যোজ্জ্বল করতেও প্রাকৃতিক এই উপাদান অতুলনীয়।চুলের বৃদ্ধি বাড়াবে মধু

জেনে নিন মধুর হেয়ার প্যাক কীভাবে তৈরি ও ব্যবহার করবেন-

আগা ফাটা রোধ করতে
১ টেবিল চামচ মধুর সঙ্গে ২ টেবিল চামচ অলিভ অয়েল ও ১ টেবিল চামচ ডিমের কুসুম মেশান। মিশ্রণটি ভালো করে ফেটিয়ে ভেজা চুলে লাগান। চুল উঁচু করে খোঁপা করে শাওয়ার ক্যাপে মুড়িয়ে নিন। ৩ মিনিট পর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল। আগা ফাটা রোধে খুবই কার্যকর এই হেয়ার প্যাক।

বিবর্ণ চুলের যত্নে

১ টেবিল চামচ মধুর সঙ্গে ২ টেবিল চামচ জোজোবা অয়েল মেশান। মিশ্রণটি মৃদু আঁচে ২ মিনিট গরম করুন। ঠাণ্ডা হলে চুলের গোড়া থেকে শুরু করে আগা পর্যন্ত ম্যাসাজ করুন। ১ ঘণ্টা পর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল।

কন্ডিশনার হিসেবে

একটি পাত্রে ২ টেবিল চামচ দই, ২ টেবিল চামচ নারিকেল তেল ও ১ টেবিল চামচ অপরিশোধিত মধু মেশান। কাঁটাচামচের সাহায্যে ফেটিয়ে নিন মিশ্রণটি। মাথার তালুতে ঘষে ঘষে লাগান এটি। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন।

ঝলমলে চুলের জন্য

১টি পাকা কলা চটকে ১ টেবিল চামচ অলিভ অয়েল ও ১ টেবিল চামচ মধু মিশিয়ে নিন। চুল ভিজিয়ে কয়েকটি ভাগে ভাগ করে নিন। ব্রাশের সাহায্যে হেয়ার প্যাকটি লাগান চুলে। ২০ মিনিট পর চুল ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

চুলের বৃদ্ধি বাড়াতে

শ্যাম্পু ব্যবহারের আগে ২ টেবিল চামচ অপরিশোধিত মধু মিশিয়ে নিন। চুলের বৃদ্ধি দ্রুত হবে।  

 

/এনএ/