খেজুরের ফেসপ্যাকে উজ্জ্বল ত্বক!

পুষ্টিকর খেজুর রূপচর্চাতেও অনন্য। খেজুরে রয়েছে ভিটামিন বি৫ যা ত্বকের কোষের যত্ন নেয় ও উজ্জ্বল করে ত্বক।

খেজুর








জেনে নিন কীভাবে তৈরি ও ব্যবহার করবেন খেজুরের ফেসপ্যাক-

যেভাবে তৈরি করবেন ফেসপ্যাক
১। ৩ থেকে ৫টা খেজুর ভালো করে ধুয়ে বিচি আলাদা করে ফেলুন।
২। আধা কাপ দুধ মৃদু আঁচে গরম করুন ৫ মিনিট।
৩। গরম দুধে খেজুর ভিজিয়ে রাখুন।
৪। আধা ঘণ্টা পর চামচের সাহায্যে দুধ ও খেজুরের পেস্ট তৈরি করুন। প্রয়োজনে আরও খানিকটা দুধ দিতে পারেন।
৫। মিশ্রণে ১ টেবিল চামচ সুজি দিয়ে ভালো করে নাড়ুন।
৬। ১ টেবিল চামচ মধু ও কয়েক ফোঁটা গোলাপজল দিয়ে নেড়ে নিন। তৈরি হয়ে গেল খেজুরের ফেসপ্যাক।
যেভাবে ব্যবহার করবেন
মাইল্ড ফেসওয়াশ দিয়ে ত্বক পরিষ্কার করে তোয়ালে দিয়ে মুছে নিন। খেজুরের ফেসপ্যাক মুখ ও গলার ত্বকে লাগান। ৩০ মিনিট লাগিয়ে রেখে সামান্য পানি ছিটিয়ে স্ক্রাব করে পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে একদিন ফেসপ্যাকটি ব্যবহার করলে উজ্জ্বল হবে ত্বক।

/এনএ/