চোখ বড় দেখাবে সাদা কাজল

সুন্দর চোখ বোঝাতে বলা হয় কাজল কালো চোখ। তবে জানেন কি সাদা রঙের কাজল দিয়েও চমৎকারভাবে সাজানো যায় চোখ? চোখ বড় দেখাতে সাদা কাজল টেনে দিতে পারেন ঝটপট। এছাড়া সাজে স্নিগ্ধতা নিয়ে আসতেও এটি অতুলনীয়।
জেনে নিন সাজে সাদা কাজলের কয়েকটি ব্যবহার-  

চোখ বড় দেখাতে

চোখের ভেতরের অংশে টেনে নিন সাদা কাজল। চোখ বড় দেখাবে।

আইশ্যাডো ব্যবহারের আগে সাদা কাজল লাগান

চোখের পাতায় সাদা কাজল লাগিয়ে তারপর আইশ্যাডো ব্যবহার করুন। উজ্জ্বল দেখাবে শেড।

ভ্রু হাইলাইট করতে

ভ্রু হাইলাইট করতে সাদা কাজল ব্যবহার করতে পারেন। তবে কাজল ত্বকের সঙ্গে যেন ঠিকমতো মেশে সেদিকে লক্ষ রাখবেন।

এভাবে ডবল লেয়ারে সাজাতে পারেন চোখ

চোখের পাতায় মোটা করে কালো আইলাইনার লাগিয়ে উপরে আরেক প্রস্থ সাদা কাজল টেনে নিন।

সাজে সতেজ ভাব নিয়ে আসবে সাদা কাজল

সাজে সতেজ ভাব আনতে চাইলে চোখের পাতায় লম্বা করে সাদা কাজল লাগান। পাপড়িতে মাসাকারা ব্যবহার করতে পারেন। আর কোনও মেকআপ ব্যবহার করবেন না চোখে। স্নিগ্ধ ভাব চলে আসবে সাজে।

সাজে আভিজাত্য নিয়ে আসতে পারেন এভাবে

চোখের পাতায় গাঢ় করে কালো আইলাইনার লাগান এবং নিচের অংশে সাদা কাজল টেনে নিন। আভিজাত্য আসবে চোখের সাজে।  

চোখের কোণে লাগান সাদা কাজল

চোখ জোড়া উজ্জ্বল দেখাতে চোখের কোণে সামান্য সাদা কাজল লাগান।

 

/এনএ/