লিপস্টিক লাগবে না দাঁতে!

গাঢ় রঙের লিপস্টিক লাগিয়ে সুন্দর করে সেজে গেলেন পার্টিতে, কিন্তু হাসতে গিয়েই বাঁধলো বিপত্তি! দাঁতে লাল লিপস্টিক লেগে একাকার! দাঁতে লিপস্টিক লেগে যাওয়া নিয়ে এমন বিব্রতকর পরিস্থিতিতে পরেন অনেকেই।

লিপস্টিক লাগবে না দাঁতে

কয়েকটি টিপস জানা থাকলে দাঁতে লাগবে না লিপস্টিক-    

  • ক্রিম বা গ্লসি ধরনের লিপস্টিক সহজেই দাঁতে লেগে যায়। এই এগুলো এড়িয়ে চলাই ভালো। ম্যাট লিপস্টিক ব্যবহার করুন সবসময়।
  • লিপস্টিক ব্যবহারের পর এক টুকরা টিস্যু আলতো করে চেপে ধরুন দুই ঠোঁটের মাঝে। এতে ঠোঁটে জমে থাকা অতিরিক্ত লিপস্টিক দূর হবে।
  • ঠোঁটে মরা চামড়া জমে থাকলে লিপস্টিক ঠিকমতো বসে না। ফলে দাঁতে লেগে যায় লিপস্টিক। তাই নিয়মিত স্ক্রাব করে ঠোঁট পরিষ্কার রাখুন।
  • লিপ লাইনার দিয়ে বাইরের অংশের পাশাপাশি ভেতরের অংশেও লাইন করে নিন। দাঁতে লাগবে না লিপস্টিক।
  •  লিপস্টিক সরাসরি ঠোঁটে না লাগিয়ে ব্রাশের সাহায্যে লাগাতে পারেন। এতে লিপস্টিক ভালো ভাবে ব্লেন্ড হবে ও দাঁতে লাগবে না।

/এনএ/