ত্বকের কালো দাগ দূর করবে গোলমরিচ!

মেছতা অথবা ব্রণের বিব্রতকর কালচে দাগ নিয়ে চিন্তিত? গোলমরিচ, মধু ও দই দিয়ে তৈরি একটি ফেসপ্যাক ব্যবহার করলে সহজেই দূর হবে মেছতাসহ বিভিন্ন ধরনের দাগ।

গোলমরিচ


জেনে নিন কীভাবে গোলমরিচের ফেসপ্যাক তৈরি ও ব্যবহার করবেন-

আধা চা চামচ গোলমরিচ গুঁড়া করুন। একটি পাত্রে ১ চা চামচ দই নিয়ে কাঁটাচামচের সাহায্যে ভালো করে ফেটান। দই গলে গেলে গোলমরিচের গুঁড়া, মধু ও কয়েক ফোঁটা আমন্ড অয়েল দিন। পানি দিয়ে ত্বক ধুয়ে মুছে নিন। গোলমরিচের ফেসপ্যাক পাতলা আবরণে লাগান ত্বকে। ১৫ মিনির পর সামান্য পানি ছিটিয়ে স্ক্রাব করে নিন। কুসুম গরম পানি দিয়ে ত্বক ধুয়ে আবার ঠাণ্ডা পানির ঝাপটা দিন। তোয়ালে দিয়ে মুছে ময়েশ্চারাইজার লাগান ত্বকে। দুই সপ্তাহে একবার ব্যবহার করবেন ফেসপ্যাকটি।

তথ্য: বোল্ডস্কাই
/এনএ/