খুশকি দূর করবে দই

দইয়ের হেয়ার প্যাক নিয়মিত ব্যবহার করলে দূর হয় খুশকি। পাশাপাশি চুল পড়া বন্ধ করে চুলে ঝলমলে ভাব নিয়ে আসে এটি।

দই


জেনে নিন দইয়ের হেয়ার প্যাক কেন ও কীভাবে ব্যবহার করবেন চুলে-   
কন্ডিশনার হিসেবে
প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে দই। চুলে দই লাগিয়ে শাওয়ার ক্যাপ পরে অপেক্ষা করুন ৩০ মিনিট। পানি দিয়ে ধুয়ে নিন। ঝলমলে হবে চুল।
চুলের রুক্ষতা দূর করতে
দইয়ের সঙ্গে সামান্য মধু মিশিয়ে তৈরি করুন হেয়ার প্যাক। চুলে লাগিয়ে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। চুল হবে উজ্জ্বল ও নরম।
চুল ঝলমলে করতে

দইয়ের সঙ্গে মেয়োনেস মিশিয়ে চুলে লাগান। বিশেষ করে চুলের আগায় লাগাবেন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন পানি দিয়ে।
চুলের আগা ফাটা রোধ করতে
দইয়ের হেয়ার প্যাক নিয়মিত ব্যবহার করলে চুলের আগা ফাটা দূর হয়।
খুশকি দূর করতে
দই ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে মাথার তালুতে লাগান। সপ্তাহে দুইদিন এই হেয়ার প্যাক ব্যবহার করলে দূর হবে খুশকি।
চুল পড়া কমাতে
কারি পাতা গুঁড়া করে দইয়ের সঙ্গে মেশান। চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান এটি। কিছুক্ষণ পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। কমে যাবে চুল পড়া।

/এনএ/