চুলের যত্নে লেবু

লেবুর অ্যাসিডিক ধরন চুলের যত্নে অতুলনীয়। এটি চুল পড়া বন্ধ করে ও খুশকি দূর করে। চুলের বৃদ্ধি বাড়ানোর পাশাপাশি চুল ঝলমলে করতেও জুড়ি নেই লেবুর।

লেবু


জেনে নিন চুলের যত্নে লেবুর ব্যবহার-
চুল ঝলমলে করতে
২ চা চামচ মধুর সঙ্গে একটি লেবুর রস মেশান। মিশ্রণটি চুলে লাগান। মাথার তালুতে লাগাবেন না। কিছুক্ষণ পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। চুল হবে উজ্জ্বল ও ঝলমলে।
খুশকি দূর করতে
খুশকি থেকে মুক্তি পেতে লেবুর রস সরাসরি ব্যবহার করতে পারেন চুলে।
চুলের বৃদ্ধি বাড়াতে
নারিকেল তেলের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে মাথার তালুতে ম্যাসাজ করুন। কিছুক্ষণ পর চুল শ্যাম্পু দিয়ে ধুয়ে কন্ডিশনার লাগান। সপ্তাহে দুইদিন এটি ব্যবহার করলে চুল বাড়বে দ্রুত।
চুল রঙিন করতে
লেবুর রস প্রাকৃতিকভাবে ব্লিচ করে চুল। চুলে হালকা রঙিন আভা নিয়ে আসতে চাইলে লেবুর রস চুলে লাগিয়ে রাখুন ১ ঘণ্টা। দেখুন সূর্যের আলোতে কেমন ঝলমল করছে চুল!
শ্যাম্পু হিসেবে
বেকিং সোডা ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এটি শ্যাম্পু হিসেবে ব্যবহার করতে পারেন। পরিষ্কার হওয়ার পাশাপাশি নরম ও উজ্জ্বল হবে চুল।

/এনএ/