গরম গরম মিষ্টি খেতে ৩০০ ফিটে

শুধু মিষ্টি নয়, পাবেন গজা, নিমকি

 

যারা মফস্বল থেকে ঢাকায় আসেন বাস স্ট্যান্ডে গরম মিষ্টি খাওয়ার অভিজ্ঞতা সবারই কম বেশি রয়েছে। সারারাত চলে সেই মিষ্টি বানানো। অনেকেই বাস স্ট্যান্ড থেকেই মিষ্টি কিনে ঢাকায়ও আসেন। কিন্তু ঢাকা শহরের মানুষ চাইলেই গরম মিষ্টি খেতে পারেন না। মিষ্টির দোকানের অভাব না থাকলেও গরম ও চোখের সামনে বানানো মিষ্টি খাওয়ার সুযোগ নেই বললেই চলে। তবে সে সুযোগ এবার আপনি পাবেন বসুন্ধরা আবাসিক এলাকার ৩০০ ফিটে। সেখানে গড়ে ওঠা বাজারেই পাবেন গরম গরম মিষ্টি। সারি সারি  দেওয়া মিষ্টির দোকান আপনাকে মনে করিয়ে দেবে ছেলেবেলার স্বাদ। নগরে বেড়ে ওঠারাও পাবেন মিষ্টির স্বাদ। ছবিতেই দেখে নিন গরম গরম মিষ্টির ছবি।

একটি চমচমের ওজন এক কেজির কাছাকাছি

ভাজা হচ্ছে আমিত্তি জিলাপি

 

মিষ্টির সার দেওয়া দোকান

দেশি-বিদেশি ক্রেতাদের ভিড়

মিষ্টির কারিগররা তৈরি করে নিয়েছেন ছাউনি

/এফএএন/