ন্যাশনাল জিওগ্রাফিকের সেরা ১০ ল্যান্ডস্কেপ

প্রাকৃতিক দৃশ্যের চমৎকার কিছু ছবি যা মুগ্ধতার সীমা ছাড়িয়ে দেয়। দেশে দেশে ঘুরে স্বনামধন্য আলোকচিত্রীরা প্রাকৃতিক সৌন্দর্যের সেরা রূপ তুলে এনেছেন তাদের ক্যামেরায়।

রিডার্স ডাইজেস্ট সম্প্রতি প্রকাশ করেছে ন্যাশনাল জিওগ্রাফিকের বিশ্বসেরা এমনই কিছু ল্যান্ডস্কেপ। দেখে নিন সেগুলো-  

ছবি- ১ 

ছবি- ১

ভূমির পাশাপাশি সবুজ ঘাস আচ্ছাদিত করে রেখেছে পাথরের বিশাল দুর্গকে। স্কটল্যান্ডের আইল অব স্কাই দ্বীপের চমৎকার ছবিটি তুলেছেন কেরস্টিন ইন্ডারলেন।  

ছবি- ২

ছবি- ২

ক্যালিফোর্নিয়ার কার্লসব্যাডের বিচিত্র রঙিন ফুলের ছবি তুলেছেন অ্যালেক্স মাক্লিন।

ছবি- ৩

ছবি- ৩

বুনো ফুলের উপর কুয়াশার চাদর। ছবিটি জাপানের। আলোকচিত্রী তেরু আরায়া।

ছবি- ৪

ছবি- ৪

শতবর্ষী পুরোনো গাছে শাখাপ্রশাখা ছড়িয়ে যেন নৃত্যরত! ক্যালিফোর্নিয়ার ইনো ন্যাশনাল ফরেস্ট থেকে ছবিটি তুলেছেন কেন লি।

ছবি- ৫ 

ছবি- ৫

নরওয়ের সাল্ভার্ড দ্বীপে একাকী এক শ্বেত ভাল্লুক। ছবি তুলেছেন  রালফ লি হপকিংস।

ছবি- ৬ 

ছবি- ৬

জ্বলজ্বলে বহমান নদীর মতো জোনাকির ঝাঁক উড়ে চলেছে বনে। জাপানের ওকায়ামা অঞ্চল থেকে এই চমৎকার ছবিটি তুলেছেন ট্রেভর উইলিয়ামস।

ছবি- ৭

ছবি- ৭  

সানফ্রানসিসকো থেকে ভোরের কুয়াশার এই মনোমুগ্ধকর ছবিটি তুলেছেন ডেভ গর্ডন।

ছবি- ৮

ছবি- ৮

নামবিয়ার নামিব-নাউকলুফট পার্কে কণ্টকযুক্ত গাছটি তারকাখচিত আকাশের নিচে মাথা তুলে দাঁড়িয়ে আছে। ছবি তুলেছেন বেথ ম্যাকার্লি।  

ছবি- ৯

ছবি- ৯

সামুদ্রিক শ্যাওলার মধ্যে সাঁতার কাটছে বিভিন্ন প্রজাতির মাছ। প্যাসিফিক ওশেন থেকে ছবিটি তুলেছেন ব্রায়ান স্কেরি।

ছবি- ১০

ছবি- ১০

নরম স্নিগ্ধ বরফে মোড়ানো গাছটি শীতের আগমন জানান দিচ্ছে। স্কটল্যান্ডের স্টারলিংকসায়ার থেকে ছবিটি তুলেছেন রবার্ট ফুলটন।

/এনএ/