জমজমাট সবজি মেলা

নগরীর কৃষিবিদ মিলনায়তনে চলছে শাক-সবজির মেলা। গত ৫ তারিখ শুরু হওয়া মেলার আজকেই শেষ দিন। শাক-সবজিকে যারা শুধুই তিনবেলা আহার্য বলে মনে করেন, তারা এই মেলা ঘুরে আসলেই বুঝতে পারবেন এই মেলার কদর। মেলায় ঢুকতেই আপনাকে স্বাগত জানাবে মাথার ওপর ঝুলন্ত লাউ। আর চারপাশে ছড়াছড়ি সবজির সঙ্গে সবজি চাষের নিয়মকানুন, মডেলসহ নানা বিষয়ের দারুণ সব উপস্থাপনা। যারা মেলায় গিয়ে দেখতে পারেননি তাদের জন্য ছবিতে একাংশ।

লাউয়ের মাচা

বসত বাড়িতে সবজি চাষের মডেল

ক্যাপসিকামের গাছ

পানিতে সবজি চাষের মডেল

নানা রংয়ের ক্যাপসিকাম

নানা রকম সবজি

অল্প স্থানে অনেক গাছ

সবজির বাহার

রঙের খেলা

সবজি

ঘরেই হবে মাশরুম চাষ

ছাদে গাছ চাষের মডেল

 

 

/এফএএন/