ত্বক ও চুলের যত্নে চা !

রূপচর্চায় চাত্বক ও চুলের যত্নে প্রচুর ভেষজ ব্যবহার করে থাকি আমরা। মেহেদি পাতা, গোলাপের পাঁপড়ি, অ্যালোভেরা, চন্দন, কলা, পেপে- এমন অসংখ্য প্রাকৃতিক উপাদানই পারে ত্বক ও চুলকে সুন্দর করে তুলতে। কিন্তু ত্বক ও চুলের যত্নে কখনও চায়ের ব্যবহার শুনেছেন? দিন চনমনে ও কর্মচঞ্চল করতে এক কাপ চায়ের জুড়ি নেই।

গবেষকরা দাবি করেন গ্রিন-টি আমাদের শরীরের অতিরিক্ত ওজন কমানোর পাশাপাশি ত্বককে ক্ষয়ের  হাত থেকে রক্ষা করে। এই চা নাকি ত্বকের মরা কোষকে পুনরুজ্জীবিত করে, ত্বকে সূর্যের অতি বেগুনী রশ্মির হাত থেকে রক্ষা করে, ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। স্কিন টোনার হিসেবেও চা ব্যবহার করা হয়। ফেস মাক্স হিসেবে যদি চা ব্যবহার করেন, তাহলে তা আপনার ত্বকের অবাঞ্ছিত টক্সিন দূর  হয়ে যাবে।

আর চা দিয়ে চুলের যত্ন নিতে হলে চা পাতা ফুটিয়ে গরম গরম চা তৈরি করুন। এর পর এটি ছেঁকে ঠাণ্ডা করে লেবুর রস দিয়ে কন্ডিশনার হিসেবে ব্যাবহার করুন। নিয়মিত ব্যবহারে পাবেন ঝলমরে চুল।

ও ভালো কথা প্রিয় পাঠক আপনি জানেন কী, বাংলাদেশে চলছে প্রথমবারের মতো চা প্রদর্শনী। ৩দিনের এই চা উৎসব শুরু হয়েছে বৃহস্পতিবার সকাল থেকে। চলবে শনিবার রাত পর্যন্ত। শুধু চা নয়, রয়েছে, কনসার্টসহ নানা আনন্দ আয়োজন। ঘুরে আসতে পারেন এই আয়োজন থেকে।

মিডিয়া পার্টনার হিসেবে থাকছে জিটিভি, ডেইলি স্টার, রেডিও ফূর্তি এবং বাংলা ট্রিবিউন।  ব্যবস্থাপনা সহযোগী হিসেবে থাকছে ইভেন্টম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ক্রিয়েটো। কোনওভাবে চা উৎসব মিস করলে কী কী হচ্ছে তা দেখে নিতে ঢু মারুন বাংলা ট্রিবিউনের পাতায়।

/এফএএন/