ঘুরে আসুন হলুদের রাজ্য থেকে

কুয়াশা ও ঝিকিমিকি রোদের খেলা এখন দিগন্ত বিস্তৃত হলুদ সরিষা ফুলে ফুলে। সরিষা ফুলের হলদে সৌন্দর্য দেখার এখনই সময়। একটু সময় করে হলুদের রাজ্য থেকে ঘুরে আসতে পারেন।  ঢাকার আশেপাশেই পেয়ে যাবেন মনোমুগ্ধকর সরিষা ক্ষেত।

ঢাকা থেকে মাওয়া রোড ধরে আবদুল্লাহপুর, লৌহজং বা সাইনপুকুর চলে যেতে পারেন। অথবা কেরানীগঞ্জ হয়ে দোহার নবাবগঞ্জ। এখানে পথে পথে সরিষা ফুলের মুগ্ধতা। মুন্সিগঞ্জের গ্রাম বেজেরহাটি, বাসাইল হয়ে নাগেরপাড়া বা নন্দনকোন, ডেমরা হয়ে নরসিংদী বা আমিনবাজার পার হয়ে মানিকগঞ্জ। যেখানেই যান পুরোটাই মনে হবে হলুদ দুনিয়া।​


ছবিতে দেখে নিন হলুদ সরিষা ফুলের চমৎকার রূপ-  

সরিষা ফুল ১ সরিষা ফুল ২

সরিষা ফুল ৩

সরিষা ফুল ৪

সরিষা ফুল ৫সরিষা ফুল ৬

সরিষা ফুল ৭

সরিষা ফুল ৮সরিষা ফুল ৯

ছবি: ফারুখ আহমেদ
/এনএ/