ছবিতে রঙিন সাকরাইন

একসময় ছেলেবেলা মানেই ছিল ঘুড়ি ওড়ানোর নেশায় মাঠে কিংবা ছাদে ছুটে বেড়ানো! প্রযুক্তির আগ্রাসনের এ যুগে অবশ্য কিশোর-কিশোরীদের মধ্যে ঘুড়ি ওড়ানোর সে উন্মাদনা আর নেই। তবে পৌষ সংক্রান্তির দিন কিন্তু বেশ আয়োজন করেই ঘুড়ি ওড়ায় ছেলে-বুড়োরা! পুরান ঢাকাবাসীর মধ্যে এদিন উৎসব শুরু হয় নাটাই-ঘুড়ি আর আতশবাজি নিয়ে। এ বছরও মহাসমারোহে ঘুড়ি উৎসব পালিত হয়ে গেল। এ উৎসব সাকরাইন নামে পরিচিত। ছাদে ছাদে চলেছে আকর্ষণীয় আকার ও রংয়ের ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা।  মুড়ি-মুড়কি ও পিঠাপুলির ব্যবস্থা ছিল অতিথিদের জন্য। সন্ধ্যায় ওড়ানো হয় ফানুস। নাচ-গান, রঙিন আলোর খেলা ও আতশবাজির মুহুর্মুহুর শব্দে উৎসবের রং ছড়িয়ে পড়ে নগরজুড়ে।

ঐতিহ্যবাহী সাকরাইনের বর্ণিল ছবি থাকছে বাংলা ট্রিবিউনের পাঠকদের জন্য-

সাকরাইন উৎসব- ১

সাকরাইন উৎসব- ২

সাকরাইন উৎসব- ৩

সাকরাইন উৎসব- ৪

সাকরাইন উৎসব- ৫

সাকরাইন উৎসব- ৬

সাকরাইন উৎসব- ৭

সাকরাইন উৎসব- ৮

সাকরাইন উৎসব- ৯

সাকরাইন উৎসব- ১০

সাকরাইন উৎসব- ১১

সাকরাইন উৎসব- ১২

ছবি: লেখক
/এনএ/