প্রতিদিন দই কেন খাবেন?

সুস্থ থাকার জন্য পুষ্টিকর দই রাখতে পারেন দৈনন্দিন খাদ্য তালিকায়। এতে রয়েছে প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন ডি ও বিভিন্ন ধরনের পুষ্টিগুণ যা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারি।

দই





জেনে নিন প্রতিদিন দই কেন খাওয়া জরুরি-

  • দইয়ে রয়েছে ক্যালসিয়াম ও ফসফরাস। নিয়মিত দই খেলে দাঁত ও হাড় শক্তিশালী হয়। অকালে হাড় ক্ষয়ে যাওয়া ও দাঁত ক্ষয়ে যাওয়া থেকে রক্ষা পেতে প্রতিদিনের খাদ্য তালিকায় দই রাখুন।
  • দইয়ে শরীরের জন্য উপকারি ব্যাকটেরিয়া রয়েছে যা রোগব্যাধির সঙ্গে যুদ্ধ করে শরীরকে রোগমুক্ত রাখে।
  • উচ্চ রক্তচাপ ও শরীরের কোলেস্টেরলের পরিমাণ নিয়ন্ত্রণ করতে পারে দই। প্রতিদিন দই খেলে হৃদযন্ত্র সুস্থ থাকে।  
  • হজমের গণ্ডগোল ঠিক করতে সাহায্য করে দই। অতিরিক্ত ঝাল-মসলাযুক্ত খাবার খাওয়া হলে এক বাটি দই খেতে নিন।  

তথ্য: বোল্ডস্কাই
/এনএ/