আর ছড়াবে না কাজল!

 

কাজলের রেখা যেমন চোখের সৌন্দর্য বাড়িয়ে দেয় অনেকাংশে, তেমনি কাজল ছড়িয়ে পড়লে পণ্ড হয়ে যায় পুরো সাজসজ্জাই! বিশেষ করে যাদের ত্বক তৈলাক্ত, তাদের এই সমস্যায় পড়তে হয় বেশি।

আর ছড়াবে না কাজল!কয়েকটি ধাপ অনুসরণ করলে কাজল আর ছড়িয়ে পড়বে না। জেনে নিন সেগুলো কী কী-   

  • মেকআপ শুরু করার আগে ভালো করে পরিষ্কার করে নিন ত্বক।
  • সবসময় ভালো ব্র্যান্ডের কাজল ব্যবহার করবেন এবং তা যেন আপনার ত্বকের ধরন অনুযায়ী হয়।
  • কাজল ব্যবহারের আগে সামান্য কালো অথবা ধূসর রংয়ের আইশ্যাডো লাগিয়ে নিন। এটি দীর্ঘক্ষণ চোখে কাজল রাখতে সাহায্য করবে।
  • কাজল লাগানোর পর সামান্য ফেস পাউডার চেপে নিন উপরে। এটি ত্বকের আশেপাশের অংশ তৈলাক্ত হতে দেবে না।
  • সঙ্গে সবসময় ব্লটিং পেপার রাখবেন। চোখের পাতা তৈলাক্ত হয়ে যাচ্ছে মনে হলেই সঙ্গে সঙ্গে ব্লটিং পেপার ব্যবহার করুন।  
  • তারপরেও যদি কাজল ছড়িয়ে যায় তবে কাজল লাগানোর পর উপরে জেল লাইনারের ব্রাশ বুলিয়ে নিন। ব্যস! দিনভর থাকতে পারবেন নিশ্চিন্ত।

তথ্য: বোল্ডস্কাই
/এনএ/