অলিভ অয়েলে শীত দূর

অলিভ তেল

 

আপনার ত্বকে যতই তেলতেলা ভাব থাকুক না কেনও শীতকালে রুক্ষতার সীমা থাকে না। সবারই একমাত্র অভিযোগ শীতে হাত, পা, ঠোঁট ফেটে একাকার। তাই দরকার অলিভ তেল। অন্য অনেক তেলের তুলনায় এটি হালকা বলে ত্বকের জন্য ভীষণ উপকারী।

শরীরের আর্দ্রতা বাড়াতে বা ত্বকের ময়েশ্চার ধরে রাখতে অলিভ অয়েলের বিকল্প নেই। অলিভ তেল মেখে গরম পানিতে গোসল সেরে নি। একদম ত্বক ফিটফাট। প্রতিদিন না পারলেও সপ্তাহে ২ দিনে এই কাজ করতেই হবে।

চুলের যত্নেও সপ্তাহে ২দিন অলিভ অয়েল লাগাতে পারেন।  অলিভ তেল ও অ্যালোভেরার একটি মিশ্রণ তৈরি করে বোতলে রেখে দিতে পারেন। এটি নিয়মিত ব্যবহারে আপনার ত্বক ও চুল দারুণ ঝলমলে হয়ে উঠবে।

মেকাপ তুলতেও অলিভ তেলের বিকল্প নেই। এছাড়া ঠোঁট ফাটা বন্ধ করতে অলিভ তেল ব্যবহার করুন নিয়মিত। র‍্যাশ, চুলকানিতেও অ্যান্টিবডির কাজ করে এই অলিভ তেল।

আর শীত কালে তো কথাই নেই। শুধুই অলিভ তেল ব্যবহার করুন আর ঝকঝকে থাকুন

/এফএএন/