ফ্যাশন নিয়ে মজার সব গল্প

ফ্যাশনফ্যাশনেবল পোশাক পরতে কিংবা সবচেয়ে বেশি স্টাইলিস্ট হিসেবে নিজে প্রমাণ করতে কে না চায়। কিন্তু ফ্যাশনের ফ্যাক্টগুলো কি আমরা জানি? দারুণ দারুণ মজার তথ্য রয়েছে ফ্যাশন জগতকে ঘিরে। কোন পোশাক কে চালু করেন। কার কোন পোশাক কে চুরি করেছিল, চলুন দেখে নেই-

১। আপনি কি পোশাকের চেইনে ওয়াইকেকে নামটি প্রায়ই দেখেন? ওয়াইকেকে হচ্ছে সবচেয়ে জনপ্রিয় জাপানের জিপার চেইন নির্মানকারী প্রতিষ্ঠান।

২। ভিক্টোরিয়ান পুরুষরা তাদের প্রেমিকার স্মৃতিচিহ্ন হিসেবে তাদের হ্যাটে প্রেমিকার একটি চুল লাগিয়ে রাখত।

৩। সেনাদের ইউনিফর্মে নাক মোছা থেকে বিরত রাখার জন্য নেপোলিয়ন ইউনিফর্মের হাতায় পিতলের বোতাম লাগানোর ব্যবস্থা করেছিলেন।

৪। এডওয়ার্ড জোন্স হচ্ছেন প্রথম ব্যক্তি, যিনি চারবার রানি ভিক্টোরিয়ার অন্তর্বাস চুরি করার চেষ্টায় ধরা পড়েছিলেন।

৫। ২০০১ সালের আগ পর্যন্ত ডিজনির কর্মচারীরা তাদের পোশাকের নিচে নিজেদের অন্তর্বাস পরিধান করতে পারতেন না এবং তাদেরকে ডিজনির ইস্যু করা অন্তর্বাস ভাগাভাগি করতে হত।

৬। গায়িকা জেন বারকিন এর নামানুসারে হারমস বারকিন ব্যাগের নামকরন করা হয়।

৭। টাই প্রেমী বা সংরক্ষণকারীদের গারবলজিস্ট বলা হয়।

৮। মিচেল কর মাত্র ৫ বছর বয়স থেকে পোশাক ডিজাইন করা শুরু করেন। তার প্রথম ডিজাইন করা ড্রেসটি ছিল তার মায়ের দ্বিতীয় বিয়ের ড্রেস।

৯। পুরানো অন্তর্বাস টয়লেটে ফ্লাশ করার জন্য একবার নর্দার্ন ইংল্যান্ডের পয়ঃনিষ্কাশন ব্যাবস্থার দারুণ ক্ষতি হয়েছিল।

/এফএএন/