জ্যামের নগরীতে জলযান!

ঘণ্টার পর ঘণ্টা ট্রাফিক জ্যাম ঠেলে গন্তব্যে পৌঁছানোর বদলে ওয়াটার ট্যাক্সিতে চড়ে ঝটপট চলে যেতে পারবেন কাঙ্ক্ষিত লক্ষ্যে! রাজধানী ঢাকার রাস্তায় জ্যামের ছড়াছড়ি থাকলেও একমাত্র এই সার্ভিসে জ্যাম শুধু টিকেট কাউন্টারে। সকালে অফিসগামী আর বিকালে ফিরতি অফিস যাত্রীদের ধৈর্য্য ধরে লাইনে থাকতে দেখা যায় প্রতিদিনই। যাত্রীরা জানান, কারওয়ান বাজার থেকে রামপুরা যাওয়ার ক্ষেত্রে এর চাইতে বড় সুবিধা আর কিছু হতে পারে না।

জ্যামের নগরীতে জলযান
গত ১৬ ডিসেম্বর রাজধানীর হাতিরঝিলে এই সার্ভিসটি উদ্বোধন করা হয়। মাত্র ৩০ টাকায় শুধু সময়ই বাঁচে না, বরং ক্ষণিকের একটি আনন্দ ভ্রমণও বলা যেতে পারে একে। ট্যাক্সিগুলোকে সাজানোও হয়েছে চমৎকার কমলা এবং নীল রংয়ে।
বর্তমানে হাতিরঝিলে চারটি ওয়াটার ট্যাক্সি চালু রয়েছে, প্রতিটির ধারণ ক্ষমতা ২০ থেকে ২৫ জন। 

জ্যামের নগরীতে জলযান
বর্তমানে কারওয়ানবাজার থেকে বাড্ডা এবং কারওয়ানবাজার থেকে রামপুরা এই দু’টি রুটে ওয়াটার ট্যাক্সি চলছে। এর পরিধি গুলশান এবং বারিধারা পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা রয়েছে। স্বল্প সময়ে গন্তব্যে পৌঁছানো কিংবা ক্ষণিকের আনন্দ ভ্রমণের জন্য হলেও ওয়াটার বাস আপনাকে হতাশ করবে না।

জ্যামের নগরীতে জলযান

২০০৭ সালের জুলাই মাসে পাশ হওয়া ২২৩৬ কোটি টাকার হাতিরঝিল প্রজেক্টের মধ্যেই অন্তর্ভুক্ত ছিল এই প্রজেক্ট। কিন্তু ২০১৩ সালে হাতিরঝিলের আংশিক জনগণের জন্য উন্মুক্ত করা হয়। এরপরও প্রায় ৪ বছর পর এই ওয়াটার বাসের যাত্রা শুরু হলো। ওয়াটার ট্যাক্সির পাশাপাশি হাতিরঝিলে তৈরি করা দ্বীপে এই ফেব্রুয়ারি মাসেই চালু হওয়ার কথা রয়েছে ওয়াটার ফাউন্টেন। সুরের তালে তালে এই ফাউন্টেনের নাচ এবং আলোর ঝলকানি দেখা যাবে। 

/এনএ/