চোখ সাজাতে রিবন আই লাইনার!

চোখ জোড়াকে বাড়তি আকর্ষণীয় ও জমকালো করে তুলতে গতানুগতিক সাজকে টা টা বাই বাই জানান চমৎকার একটি ট্রেন্ডি স্টাইলে! সাধারণ আই লাইনার এঁকে ফিতার মতো পেঁচিয়ে ‘রিবন আই লাইনার’ এঁকে নিন। সাজে আসবে আভিজাত্য।

চোখ সাজাতে রিবন আই লাইনার
যেভাবে রিবন আই লাইনার দিয়ে চোখ সাজাবেন
প্রথমেই চোখের উপরে কালো আই লাইনার মোটা করে এঁকে নিন। উইংগস বা টেনে দেওয়া অংশ যেন নিখুঁত হয় সেদিকে লক্ষ রাখা জরুরি। এবার পছন্দ মতো রংয়ের ক্রিম আই লাইনার নিন। চাইলে কয়েকটি রং কম্বিনেশন করেও লাগাতে পারেন। আই ব্রাশের সাহায্যে জেল আই লাইনার চোখের নিচের অংশে টেনে নিন আগে। তারপর কালো আই লাইনার দিয়ে বাড়িয়ে দেওয়া অংশ ওপর নিচ করে ধীরে ধীরে রিবনের মতো পেঁচিয়ে নিন।

চোখ সাজাতে রিবন আই লাইনার

চোখ সাজাতে রিবন আই লাইনার

কালার পেনসিল ব্যবহার করেও আঁকতে পারেন রিবন। ঘোরানো রিবনের পাশাপাশি জিকজ্যাক বা রিংয়ের মতো রিবনও আঁকতে পারেন চাইলে। বাড়িয়ে দেওয়া অংশের পাশাপাশি চোখ জুড়েও রিবন আঁকতে পারেন আরেকটু ব্যতিক্রমি লুকের জন্য। সেক্ষেত্রে কালো আই লাইনারের লাইন আঁকুন কেবল। তারপর একইভাবে রঙিন রিবন দিয়ে মুড়িয়ে নিন। 

চোখ সাজাতে রিবন আই লাইনার

চোখ সাজাতে রিবন আই লাইনার
চাইলে কেবল পেঁচানো রিবনও এঁকে নিতে পারেন। তবে খুব ভালো মতো প্র্যাকটিস থাকলে তবেই আঁকবেন এ ধরনের নকশা।

চোখ সাজাতে রিবন আই লাইনার

/এনএ/