ঝটপট বাঁধাকপির রোল

স্বাদে নতুনত্ব আনতে বিকেলের নাস্তায় পরিবেশন করতে পারেন মজাদার বাঁধাকপির রোল। মাইক্রোওয়েভেই ঝটপট তৈরি করতে পারবেন পুষ্টিকর এই আইটেম।

বাঁধাকপির রোল
জেনে নিন কীভাবে তৈরি করবেন বাঁধাকপির রোল-
উপকরণ
বাঁধাকপি- ৫০০ গ্রাম
পেঁয়াজ- ১টি
ধনেপাতা- ১ চা চামচ (কুচি)
সবুজ ক্যাপসিকাম- ১টি  (কুচি)
মাখন- ১ চা চামচ
লবণ- পরিমাণ মতো
পনির- ২০০ গ্রাম
কাঁচামরিচ- ২টি  (কুচি)
শসা- মাঝারি সাইজের ১টি  (কুচি)
লেনুর রস- ১ টেবিল চামচ
গোলমরিচ গুঁড়া- ৪ চিমটি
প্রস্তুত প্রণালি
বাঁধাকপি ভাপে সেদ্ধ করে পাতলা প্লাস্টিকে মুড়িয়ে নিন। মাইক্রোওয়েভে উচ্চতাপে কয়েক মিনিট রাখুন। ৫ মিনিট পর বাঁধাকপির ৮টি বড় পাতা আলাদা করে নিন।
রোলের ভেতরের মিশ্রণ তৈরির জন্য বাঁধাকপি বাদে বাকি সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। মাইক্রোওয়েভে উচ্চতাপে ২ মিনিট রান্না করুন। মিশ্রণ ঠাণ্ডা হলে বাঁধাকপির পাতার ভেতর রোলের মতো করে মিশ্রণ দিন। রোল করা বাঁধাকপির বাইরের অংশে সামান্য মাখন লাগিয়ে পাতলা প্লাস্টিকের পেপার দিয়ে মুড়িয়ে নিন। মাইক্রোওয়েভে উচ্চতাপে ৪ থেকে ৫ মিনিট রাখুন রোল।     
গরম গরম পরিবেশন করুন সস অথবা চাটনির সঙ্গে।

/এনএ/