মেদ কমাবে দারুচিনি ও মধুর চা

মেদ কমানোর প্রাকৃতিক উপাদান হিসেবে দারুচিনি অতুলনীয়। দারুচিনি ও মধুর চা সকাল, বিকাল ও রাতে পান করুন। এটি মেদ কমানোর পাশাপাশি হজমের সমস্যাও দূর করবে। তবে চা পান করার পাশাপাশি সঠিক ডায়েট প্ল্যান মেনে চলা ও ব্যায়াম করাও জরুরি।

মেদ কমাবে দারুচিনি ও মধুর চা
জেনে নিন কীভাবে তৈরি করবেন দারুচিনি ও মধুর চা-
যা যা লাগবে
১ লিটার পানি
৫ চা চামচ দারুচিনি গুঁড়া
আধা চা চামচ মধু
যেভাবে তৈরি করবেন

ফুটন্ত পানিতে দারুচিনির গুঁড়া দিয়ে জ্বাল কমিয়ে পাত্র ঢেকে দিন। মৃদু আঁচে ৫ মিনিট রাখার পর চুলা থেকে নামিয়ে নিন পাত্র। ঠাণ্ডা হলে মধু মিশিয়ে পান করুন চা। ঠাণ্ডা অথবা গরম- যেভাবে ইচ্ছা সেভাবেই পান করতে পারেন এই চা। দিনে ৩ বার পান করুন মেদ কমানোর জন্য।
আলসার থাকলে অথবা গর্ভকালীন সময়ে এই চা পান করবেন না। যেকোনও শারীরিক সমস্যা হলেও ডাক্তারের পরামর্শ নিন অবশ্যই।   

তথ্য: বোল্ডস্কাই

/এনএ/