ভালোবাসা দিবসের উপহার তৈরি করুন নিজেই!

কাল বাদে পরশু আন্তর্জাতিক ভালোবাসা দিবস। ভালোবাসার দিনে কী করবেন, প্রিয়জনকে কী উপহার দেবেন- এসব নিয়ে নিশ্চয় চলছে বিভিন্ন জল্পনা-কল্পনা। ভালোবাসা দিবসে প্রিয়জনের জন্য উপহার যদি নিজ হাতেই তৈরি করা যায়, তবে কেমন হয়? কেনা উপহারের চাইতে ব্যতিক্রমী ও নান্দনিক হবে সেই উপহার, এটা নিশ্চিত! সবটুকু ভালোবাসা উজাড় করে অতি যত্নে হাতে বানানো উপহারটি আপনার প্রিয় মানুষকে মুগ্ধ করবেই।  
তবে আর দেরি কেন? ঝটপট জেনে নিন হাতে তৈরি উপহারের কিছু আইডিয়া আর নিজের তৈরি উপহার দিয়ে চমকে দিন প্রিয়জনকে!

হাতে তৈরি কার্ড
মডেল পেপার, রঙিন কাগজ, কাঁচি, স্কেল, আঠা ও পেনসিল হাতের কাছে থাকলেই ঝটপট বানিয়ে ফেলতে পারেন ভালোবাসা দিবসের কার্ড। কার্ড বানিয়ে সাজিয়ে নিন ইচ্ছে মতো। ইউ টিউবে পেয়ে যাবেন কার্ড বানানোর অসংখ্য টিউটোরিয়াল।

হাতে তৈরি কার্ড

হাতে তৈরি কার্ড
ফ্রেমে বাঁধানো উপহার
কাগজ কেটে পছন্দ মতো নকশা করে ফ্রেমে বাঁধিয়ে নিন। হয়ে গেল ভিন্নধর্মী উপহার!

ফ্রেমে বাঁধানো উপহার
ছবির লকেট
গোলাকৃতির জুয়েলারি গ্লাস ছবির উপর বসিয়ে কেটে নিন। তারপর আঠা দিয়ে লকেটের ফ্রেমে লাগান। ঝুলিয়ে দিন চেইনের সঙ্গে। ব্যস! হয়ে গেল চমৎকার উপহার!

ছবির লকেট

ছবির লকেট
র‍্যাপিং পেপার
গিফট যাই হোক না কেন, র‍্যাপিং পেপারটি যদি হয় নিজের হাতে বানানো তবে নিশ্চয় বেশ হয়? পেপার হার্টের আকৃতি করে কেটে রঙিন কাগজ অথবা গ্লিটার দিয়ে নকশা করে বানিয়ে ফেলুন প্রিয়জনের উপহার মোড়ানোর পেপার।

র‍্যাপিং পেপার
ভালোবাসা দিবসের জন্য বিশেষ খাবার
ভালোবাসা দিবস উপলক্ষে চমৎকার কেক বানিয়ে ফেলতে পারেন। অথবা হার্টের আকৃতির বিস্কুট বানিয়েও পরিবেশন করতে পারেন প্রিয় মানুষের সামনে।

ভালোবাসা দিবসের জন্য বিশেষ খাবার

কেক
কৃত্রিম বাগান
কাচের ছোট জারে সাদা পাথর ও কৃত্রিম গাছ লাগিয়ে বানিয়ে ফেলুন সুন্দর একটি বাগান। ভালোবাসা দিবসে প্রিয়জনকে চমকে দিন ব্যতিক্রমী উপহারটি দিয়ে।

কৃত্রিম বাগান
চকলেট ভর্তি ফুলদানি!
দুই লেয়ারের কাচের ফুলদানি কিনে বাইরের লেয়ারটি ছোট রঙিন চকলেট দিয়ে ভোরে ফেলুন। ভেতরের অংশে সুগন্ধি কোনও ফুল গুঁজে হাতে তুলে দিন প্রিয়জনের।

চকলেট ভর্তি ফুলদানি

চকলেট ভর্তি ফুলদানি


ব্যাগ
একটি সাদা কাপড়ের ব্যাগ নিন। মোটা কাগজ হার্ট আকৃতি করে কেটে মাঝ বরাবর শক্ত করে ধরুন। পেনসিলের পেছনের অংশ লাল অ্যাক্রেলিক রংয়ে চুবিয়ে ডটের আকৃতি করে চারপাশ দিয়ে আঁকুন। আঁকা শেষ হলে কাগজটি উঠিয়ে ফেলুন। দেখুন কেমন চমৎকার নকশা হয়েছে ব্যাগে! এবার ব্যাগের ভেতরে যেকোনও গিফটসহ উপহার দিন প্রিয়জনকে।  

ব্যাগ

ব্যাগ
ব্যানার
রঙিন কাগজ হার্ট আকৃতি করে কেটে সুতা দিয়ে গেঁথে টাঙ্গিয়ে দিন ঘরে। প্রিয়জন চমকে যাবেই!

ব্যানার

কাঁচের জারে উপহার
একটি কাঁচের স্বচ্ছ জারে ফেইরি লাইট রাখুন। এটি এক ধরনের এলইডি লাইট যা ব্যাটারিতে চলে। জারের মুখ বন্ধ করে দিন। রঙিন আলোকচ্ছটায় প্রিয়জনের আনন্দিত মুখ দেখুন! চাইলে কাঁচের বয়াম রং করে সাজিয়েও উপহার দিতে পারেন। অথবা কাঁচের বয়াম সুন্দর করে ডিজাইন করে ভেতরে চকলেট অথবা অন্যান্য উপহারসহ প্রিয়জনকে চমকে দিন।

কাঁচের জারে উপহার

কাঁচের জারে উপহার  
ছবি: পিন্টারেস্ট
/এনএ/