চুল পড়া বন্ধ করে গোলাপজল

শুষ্ক ও রুক্ষ চুলে জৌলুস ফিরিয়ে আনতে সাহায্য করে গোলাপজল। পাশাপাশি খুশকি দূর করে ও চুলের গোড়া মজবুত করে এই প্রাকৃতিক উপাদান। চুলচর্চায় নিয়মিত ব্যবহার করতে পারেন গোলাপজল। তুলা গোলাপজলে ভিজিয়ে মাথার তালুতে সরাসরি ঘষে লাগাতে পারেন। বিভিন্ন প্রাকৃতিক উপাদানের সঙ্গে মিশিয়ে হেয়ার প্যাকও তৈরি করে নিতে পারেন।

গোলাপজল
জেনে নিন চুলচর্চায় কীভাবে ব্যবহার করবেন গোলাপজল-

অ্যালোভেরা জেল ও গোলাপজল
গোলাপজল ও অ্যালোভেরা জেল একসঙ্গে মিশিয়ে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগান। শাওয়ার ক্যাপ দিয়ে চুল ঢেকে রাখুন। এক ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল। সপ্তাহে একবার এই হেয়ার প্যাক ব্যবহার করলে দূর হবে চুলের রুক্ষতা।
মধু ও গোলাপজল
গোলাপজলের সঙ্গে মধু মিশিয়ে তৈরি করুন প্রাকৃতিক কন্ডিশনার। এটি চুলে ৪০ মিনিট লাগিয়ে রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
গোলাপজল ও ভিটামিন-ই
২-৩টি ভিটামিন-ই ক্যাপসুল থেকে তেল নিয়ে ৪-৫ ফোঁটা গোলাপজলের সঙ্গে মেশান। মিশ্রণটি মাথার তালুতে ম্যাসাজ করুন। সপ্তাহে একদিন এটি ব্যবহার করলে দূর হবে খুশকি।
গোলাপজল ও গ্রিন টি
চুলে মাইল্ড শ্যাম্পু ব্যবহার করার পর গোলাপজল ও গ্রিন টি এর মিশ্রণ দিয়ে চুল ধুয়ে নিন। চুলের বৃদ্ধি বাড়াবে এটি।
লবণ ও গোলাপজল
১ টেবিল চামচ লবণের সঙ্গে কয়েক ফোঁটা গোলাপজল মেশান। সপ্তাহে দুইবার এটি মাথার ত্বকে ঘষে ঘষে লাগান। চুল পড়া বন্ধ হবে।
গোলাপজল ও গ্লিসারিন
১ চা চামচ গ্লিসারিনের সঙ্গে ৪-৫ ফোঁটা গোলাপজল মেশান। মিশ্রণটি পানির সঙ্গে মিশিয়ে চুল ধুয়ে নিন। ঝলমলে হবে চুল।
গোলাপজল ও মুলতানি মাটি
২ টেবিল চামচ মুলতানি মাটির সঙ্গে গোলাপজল মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই হেয়ার প্যাক চুল ভেঙে যাওয়া প্রতিরোধ করবে।
ক্যাস্টর অয়েল ও গোলাপজল
১ চা চামচ ক্যাস্টর অয়েলের সঙ্গে ৪ ফোঁটা গোলাপজল মিশিয়ে মাথার ত্বকে লাগান। একঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার এই হেয়ার প্যাক ব্যবহার করলে চুলের গোড়া মজবুত হবে।
তথ্য: বোল্ডস্কাই
/এনএ/