সমুদ্রপথে আন্তর্জাতিক পর্যটনে যুক্ত হলো বাংলাদেশ

সিলভার সি-এর জাহাজদেশের জলসীমায় এই প্রথমবারের মতো প্রবেশ করলো আন্তর্জাতিক ক্রুজ জাহাজ ‘সিলভার ডিস্কভারার’। সমুদ্রপথে এশিয়া অভিযানের লক্ষ্যে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে শুরু হওয়া এই সমুদ্রযাত্রার গন্তব্য কলকাতা। এর মাঝে প্রথমবারের মতো যুক্ত হলো বাংলাদেশের সমুদ্রপথ। দেশীয় ট্যুর অপারেটর জার্নি প্লাসের দীর্ঘদিনের প্রচেষ্টার পর স্বনামধন্য ক্রুজ প্রতিষ্ঠান সিলভার সি তাদের নতুন রুট হিসেবে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করে।

জাহাজটি ১৪ দেশের ৯৫ জন পর্যটক নিয়ে বুধবার সকালে সোনাদিয়ার পশ্চিমে নোঙ্গর করে। পরে জাহাজ থেকে স্পীড বোটে করে তারা প্রথমে সোনাদিয়া দ্বীপে যান এবং পরে মহেশখালীর আদিনাথ মন্দিরে আসেন। মন্দিরের পাশাপাশি তারা মহেশখালীর বিভিন্ন জায়গা ঘুরে দেখেন।

স্পীড বোটে ভিড়ছেন অতিথিরা

বিদেশি পর্যটকদের আগমনকে ঘিরে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এ সময় তাদের সাথে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোহাম্মদ আবুল কালাম, সহকারি পুলিশ সুপার(ট্রাফিক) বাবুল চন্দ্র বণিক এবং মহেশখালী থানার পরিদর্শক(তদন্ত) নাজমুল হক কামাল।

আদিনাথ মন্দিরের সামনে পর্যটকরা

বিকেলে মহেশখালী ছেড়ে সুন্দরবনের হিরণ পয়েন্টের উদ্দেশ্যে রওনা দেয় সিলভার ডিস্কভারার। বাংলাদেশে ৪ দিনের সফর শেষে শনিবার কলকাতার পথে পাড়ি দিবে এই জাহাজ। ক্রুজটি বর্তমানে কলম্বো থেকে কক্সবাজার হয়ে কলকাতা এবং কলকাতা থেকে বাংলাদেশ মায়ানমার হয়ে থাইল্যান্ড এই দু’টি রুটে চলাচল করবে।

/এফএএন/