মোবাইলে পড়ুন বাংলা বই

সেই বইয়ে অ্যাপ উদ্বোধনচলছে ভাষার মাস। তারই সঙ্গে চারদিকে বইছে বসন্তের পাগলা হাওয়া। এমন দিনে বসন্ত-প্রিয় লেখক নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ এলেন বইমেলায়, নতুন করে, নতুনভাবে। এই প্রথম ই-বুক আকারে প্রকাশিত হয়েছে জনপ্রিয় এই লেখকের পাঠকপ্রিয় উপন্যাস ‘লীলাবতী’। বইটির ই-বুক ভার্সন ইতোমধ্যে প্রকাশ করেছে বাংলা ভাষার সর্ববৃহৎ অনলাইন ই-বুক স্টোর ‘সেই বই’।

হুমাবইটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন লেখকের সহধর্মিণী, জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডার্ড গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইতেমাদ উদ দৌলাহ, ডার্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং ‘সেই বই’-এর প্রতিষ্ঠাতা নাবিল উদ দৌলাহ, ডার্ড গ্রুপের পরিচালক (অর্থ) সেজুঁতি দৌলাহ, অমর একুশে গ্রন্থমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদ এবং বাংলা একাডেমির উপ পরিচালক শাহাদাৎ হোসেন নিপু।

উল্লেখ্য, পর্যায়ক্রমে হুমায়ূন আহমেদের আরও বেশ কিছু বই আসবে ‘সেই বই’-এ। বইপ্রেমীদের হাতে বই তুলে দেয়ার একটি নতুন উদ্যোগের নাম সেই বই। এটি মূলত একটি মোবাইল অ্যাপ। মোবাইল থেকে ব্যবহারকারী তার পছন্দের বইয়ের ই-বুক ডাউনলোড করে পড়তে পারবেন সহজেই। অ্যাপটিতে আছে নির্দিষ্ট অংশ হাইলাইট করা, ডিকশনারি সুবিধা, টেক্সট ছোট-বড় করা, পাতার রঙ পরিবর্তন এবং বইয়ের অংশবিশেষ শেয়ার করা ইত্যাদি। মূলত বাংলা সাহিত্যকে ডিজিটালাইজেশন করার জন্য নিরলসভাবে কাজ করছে ‘সেই বই’। এর বইগুলো পড়ার জন্য পাঠককে ‘সেই বই রিডার’ অ্যাপটি মোবাইল বা ট্যাবে ইনস্টল করতে হবে।

/এফএএন/