বৈশাখী মেলা ‘রাঙতা’

রাঙতাবৈশাখকে সামনে রেখে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে অনলাইন ভিত্তিক সংগঠন 'মেয়ে নেটওয়ার্ক' আয়োজিত দেশি উদ্যোগের মেলা ‘রাঙতা’। প্রাণের টানে শখ ও স্বাতন্ত্র‍্যকে পুঁজি করে ২০১৩ সালে রাঙতার পথচলা শুরু। চার বছরে তার কলেবর বাড়লেও মূল সুরটি রয়ে গেছে আগের মতোই। বরাবরের মতো এবারও মেলাতে অংশগ্রহণ করছেন মেয়ে নেটওয়ার্কের উদ্যোক্তা শাখা ‘হুটহাট’ এর উদ্যোক্তারা।

সেই সঙ্গে যোগ দিয়েছেন হুটহাটের বাইরে থেকে অল্প কিছু সমমনা উদ্যোক্তা। মেয়ের নিজস্ব স্টলসহ মোট ২২টি স্টলে থাকছে গাছপালা, নতুন-পুরাতন বই, হরেক রকম খাবার, দেশিয় তাঁতের শাড়ি, হাতে বানানো গয়না, পেপারক্রাফট, রংতুলিতে আঁকা পোশাক, নির্ভরযোগ্য কসমেটিকস, আদিবাসীদের নিজস্ব খাবার আর পোশাক, দেশি জামদানি আর কাতান, নিজস্ব নকশার হরেক পদের পোশাক আর চামড়াজাত পণ্য।

ধানমন্ডির মাইডাস সেন্টারে ২৪ এবং ২৫ মার্চ দুইদিন সকাল ১১ টা থেকে রাত ১১ পর্যন্ত চলবে মেলা।

আয়োজনে অংশ গ্রহণ করছে রেগা, অ্যাস্টেরিয়া, পটের বিবি, অলকানন্দা, পুনিজ কিচেন, গাথা, কারুজ, কাঁটা চামচ, আকাশলীনা, ক্যাফে এলিফ্যান্ট ফাইভসহ আরও অনেক প্রতিষ্ঠান।

/এফএএন/