কাপড়ে কফির দাগ?

অসাবধানতায় কফি পড়ে প্রিয় পোশাকটি নষ্ট হয়ে গেছে? চিন্তার কিছু নেই। কাপড় থেকে ঝটপট কফির দাগ দূর করার কয়েকটি উপায় জেনে নিন-

কাপড়ে কফির দাগ?

  • ক্লাব সোডায় ডুবিয়ে রাখুন কাপড়ের দাগ লেগে যাওয়া অংশ। তারপর ঘষে উঠিয়ে ফেলুন দাগ।
  • ৩ ভাগ সাদা ভিনেগারের সঙ্গে ১ ভাগ ঠাণ্ডা পানি মিশিয়ে কাপড় ভিজিয়ে রাখুন সারারাত। পরদিন ধুয়ে ফেলুন। দূর হবে দাগ।
  • ডিমের কুসুম ফেটিয়ে তোয়ালে ভিজিয়ে দাগের উপর ঘষুন ১ মিনিট। পানি দিয়ে ধুয়ে ফেলুন।  
  • ওয়েট টিস্যু দাগের উপর ঘষুন কিছুক্ষণ। দাগ উঠে যাবে।

তথ্য: টাইমস অব ইন্ডিয়া

/এনএ/