দুষ্প্রাপ্য ও অ্যান্টিক বইয়ের মেলা!

Papyrus_Pub‘আমরা কথা দিয়েছিলাম, হরেক রকমের দুষ্প্রাপ্য ও অ্যান্টিক বইয়ের সম্ভার নিয়ে আপনাদের কাছে আসব। আগামী ২৪ মার্চ, ২০১৭ তারিখে আমরা কথা রাখতে যাচ্ছি। প্যাপিরাস পাব- এর প্রথম বই প্রদর্শনী ও মেলায় আপনারা সবাই সাদরে আমন্ত্রিত।’ দাওয়াতের চিঠিটা এমনই ছিল। প্যাপিরাস পাব তাদের পাঠকদের এমন আমন্ত্রণপত্রই পাঠিয়েছেন প্রথম দুষ্প্রাপ্য আর অ্যান্টিক বইয়ের মেলা উপলক্ষে।

প্রদর্শনীতে থাকছে বিভিন্ন স্বাদের এবং বিভিন্ন যুগের দুর্লভ ও দুষ্প্রাপ্য বইয়ের একটি সংগ্রহ।  মহাকালের সাক্ষী এই বইগুলি ছুঁয়ে দেখার অনুভূতির সাথে অন্য কোনো কিছুর তুলনা হয় না। বহু বর্ষ প্রাচীন এসব বইয়ের গন্ধ নিশ্চিতভাবেই আপনাকে অদ্ভুত ঘোরলাগা এক জগতে নিয়ে যাবে।

প্রদর্শনীতে থাকবে বিভিন্ন ধরনের বই। তবে অবশ্যই পাবেন মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে বইয়ের বড়সড় একটি সংগ্রহ। সাথে বিশেষ আকর্ষণ হিসাবে থাকবে বেশ কিছু সংগ্রহে রাখার মতো দুর্লভ ডাকটিকেট।

প্যাপিরাস পাব এর বইশিকার অভিযানের সহযাত্রী হিসাবে থাকছে প্রকাশনা প্রতিষ্ঠান ঢাকা ইঙ্ক।

সুতরাং আর দেরি কেন ব্যাকপ্যাক, হাতব্যাগ, ভ্যানিটি ব্যাগ আর বস্তা নিয়ে চলে আসুন বই শিকারে। মেলাটি হবে ১৭৮ ফ্রি স্কুল স্ট্রিট কাঠালবাগানে।

/এফএএন/