যেভাবে বানাবেন সুগন্ধি পরিষ্কারক

রান্নার পর ঘর থেকে খাবারের গন্ধ যাচ্ছে না? অথবা কফি খাওয়ার পর মগে রয়ে গেছে কফির দাগ? সুগন্ধি পরিষ্কারক নিমিষেই সমাধান করতে পারে এসব সমস্যার! ভিনেগারের সঙ্গে লেবুর খোসা অথবা কমলার খোসা কুচি মিশিয়ে নিজেই তৈরি করে ফেলুন এই প্রাকৃতিক পরিষ্কারক। গৃহস্থালি পরিচ্ছন্নতায় নিয়মিত ব্যবহার করতে পারবেন ভিনেগারের সুগন্ধি পরিষ্কারক।

যেভাবে বানাবেন সুগন্ধি পরিষ্কারক
যেভাবে বানাবেন পরিষ্কারক
একটি কাচের বয়াম ধুয়ে শুকিয়ে নিন। লেবুর খোসা কুচি অথবা কমলার খোসা কুচি এবং পুদিনা পাতা কুচি দিয়ে বয়ামের অর্ধেক অংশ ভরে ফেলুন। চাইলে পুদিনার বদলে তুলসি পাতা কুচি অথবা লবঙ্গও দিতে পারেন। সাদা ভিনেগার গরম করুন। ফুটে ওঠার আগে নামিয়ে বয়ামে ঢালুন ভিনেগার। বয়ামের মুখ বন্ধ করে রেখে দিন কমপক্ষে ২৫ ঘণ্টা। আরও বেশি সময় রাখলে সুগন্ধি ভালো হবে। বয়াম থেকে সুগন্ধি ভিনেগার সংগ্রহ করে স্প্রে বোতলে ভরে সংরক্ষণ করুন। 

সুগন্ধি পরিষ্কারক

যেভাবে ব্যবহার করবেন সুগন্ধি পরিষ্কারক

  • একটি পাত্রে আধা কাপ পানির সঙ্গে আধা কাপ ভিনেগার মিশিয়ে মাইক্রোওয়েভ ওভেনে গরম করুন। ধোঁয়া বের হলে পাত্র বের করে মুছে নিন ওভেন। দূর হবে ওভেনের দুর্গন্ধ।
  • ফ্রিজ পরিষ্কার করতে পারেন সুগন্ধি এই পরিষ্কারক দিয়ে। সমপরিমাণ পানি ও ভিনেগার মিশিয়ে ফ্রিজ মুছে নিন।
  • জানালা পরিষ্কার করতে পানি ও ভিনেগারের মিশ্রণ স্প্রে করে মুছে নিন পাতলা কাপড় দিয়ে।
  • মগ থেকে চা অথবা কফির দাগ তুলতে ভিনেগার মগে নিয়ে রেখে দিন সারারাত। পরদিন পরিষ্কার করে ফেলুন।
  • বাগানের আগাছা দূর করতে চাইলে সরাসরি স্প্রে করুন ভিনেগারের সুগন্ধি মিশ্রণ।

তথ্য: ব্রেনডিড

/এনএ/