শুরু হলো প্রদর্শনী ‘বাংলাদেশ ইন ফ্রেমস-৮’

অনলাইন ভিত্তিক ফটোগ্রাফি কমিউনিটি ‘থ্রু দ্য লেন্স বাংলাদেশ (টিটিএল)’ ১০ বছরে পদার্পণ করলো সম্প্রতি। ২০০৭ সালের ২৬ মার্চ ছবির বাজারের সবচেয়ে বড় কমিউনিটি ফ্লিকারে যাত্রা শুরু করে টিটিএল। নানা রকম কর্মশালা, ফটোআড্ডা, প্রদর্শনীর মাধ্যমে নিজেদেরকে তুলে এনেছে শীর্ষ কাতারে।
ধীরে ধীরে এই গ্রুপের পরিধি বাড়তে থাকলে বিস্তার ঘটায় ফেসবুকে। এখানে আজ তারা বিশাল একটি পরিবার। প্রায় ৫২ হাজার তাদের ফেসবুক সদস্য। সদস্যদের প্রতিনিয়ত ফটোগ্রাফি সম্পর্কে ধারণা এবং উৎসাহ প্রদানের কাজে নিয়োজিত টিটিএল।

শুরু হলো প্রদর্শনী ‘বাংলাদেশ ইন ফ্রেমস-৮’
১০ বছরে পদার্পণ উপলক্ষে ‘বাংলাদেশ ইন ফ্রেমস-৮’ শীর্ষক ফটোগ্রাফি প্রদর্শনীর আয়োজন করেছে টিটিএল। ১০৫ জন ফটোগ্রাফারের তোলা ১১০টি ছবি নিয়ে আজ ২৪ মার্চ প্রদর্শনী শুরু হলো ধানমণ্ডির দৃক গ্যালারীতে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতিমান আলোকচিত্রী নাসির আলী মামুন। উদ্বোধন শেষে তিনি পুরো গ্যালারী ঘুরে দেখেন এবং তরুণদের তোলা ছবির ভূয়সী প্রশংসা করেন। অনলাইনের এ যুগে তরুণদের আরও বেশি করে ফটোগ্রাফির প্রতি উৎসাহী হওয়ার আহ্বান জানান তিনি।
টিটিএল এর সমন্বয়ক সুদীপ্ত দাস বলেন, ‘অনেক নতুন বা শিক্ষানবিশ ফটোগ্রাফার আছেন, যারা ফটোগ্রাফি সম্পর্কে অনেক কিছু সঠিকভাবে জানেন না। তাদের পাশাপাশি যাদের ফটোগ্রাফির প্রতি ভালোবাসা আছে সবাইকে টিটিএল এক জায়গায় করতে পেরেছে- এটাই ১০ বছরে টিটিএলের সবচেয়ে বড় অর্জন।’
অন্যদিকে টিটিএলের প্রতিষ্ঠাতা সাউদ আল ফয়সাল মনে করেন ফটোগ্রাফি সম্পর্কে ধারণা পেতে হলে প্রচুর বই পড়তে হবে ও বিভিন্ন দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানতে হবে।
ছবির নির্বাচন প্রক্রিয়ার বিচারক প্যানেলে ছিলেন প্রখ্যাত আলোকচিত্রী আবির আবদুল্লাহ, শেহজাদ নুরানী এবং সাউদ আল ফয়সাল। প্রদর্শনীর কিউরেটর ছিলেন জুয়েল পল। ৩ দিনব্যাপী এই প্রদর্শনী চলবে ২৬ মার্চ পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।

/এনএ/