চলছে ‘বাংলার গঞ্জি ফেস্টিভ্যাল’

‘ইউ হ্যাভ টু বুঝতে হবে’ কিংবা ‘আবেগে চক্ষে পানি’- ধরনের মজার মজার সংলাপ টি শার্টে পেতে চাইলে ঢুঁ মারতে পারেন বাংলার গঞ্জি ফেস্টিভ্যালে। গতকাল ৩০ মার্চ ধানমণ্ডির দৃক গ্যালারিতে শুরু হয়েছে অনলাইন শপ ‘বাংলার গঞ্জি- টি অব বেঙ্গল’-এর প্রদর্শনী। দুই দিনব্যাপী প্রদর্শনীর শেষ দিন আজই।

বাংলার গঞ্জি
মুখের ভাষাকে বুকে ধারণ করার প্রত্যয় নিয়ে শুরু হয়েছিল ব্যতিক্রমধর্মী এ অনলাইন শপটির যাত্রা। এ প্রচেষ্টা থেকেই তরুণদের মুখে মুখে প্রচলিত বিভিন্ন সংলাপ টি শার্টে নিয়ে আসতে শুরু করে তারা। সব বয়সীদের মাঝেই তুমুল জনপ্রিয়তা অর্জন করে ব্যতিক্রমী এই আয়ডিয়া।
দুই দিনব্যাপী এ ফেস্টিভ্যালে আগের ৩০টি ডিজাইনের পাশাপাশি ৭টি নতুন ডিজাইনের টি শার্ট থাকছে। এছাড়া বিভিন্ন ধরনের অফার পাচ্ছেন ক্রেতারা।
ফেস্টিভ্যালে ফ্যাশনের পাশাপাশি ক্যারিয়ারসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন বিভিন্ন তারকারা। চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী, কার্টুনিস্ট আহসান হাবীব, সংগীতশিল্পী পান্থ কানাইসহ আরও অনেক তারকা থাকবেন এ আলোচনা অনুষ্ঠানে।
/এনএ/