ঢাকায় চালু হলো যুক্তরাষ্ট্রের বার্গার চেইন

যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক বার্গার চেইন ‘জনি রকেটস’ বাংলাদেশে শুরু করেছে তাদের পথচলা। গতকাল ১ এপ্রিল রাজধানীর উত্তরার এনআর কমপ্লেক্সে প্রতিষ্ঠানটির প্রথম শাখার উদ্বোধন করেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মারসিয়া স্টিফেন ব্লুম বার্নিকাট।

যুক্তরাষ্ট্রের বার্গার চেইন এখন ঢাকায়
জনি রকেটস গত ৩০ বছর ধরে ‘ক্লাসিক আমরিকান স্টাইল’ অনুসরণ করে বিশ্বের ৩৫টি দেশে ৩৫০টিরও বেশি রেস্তোরাঁর প্রসার ঘটিয়েছে।


ক্লাসিক বার্গার, আমেরিকান ফ্রাইস এবং শেইকস নামের খাবার প্রস্তুতে বিশেষায়িত এই বার্গার চেইনটি। বার্গারের পাশাপাশি পাবেন ক্রিমি সেইকস, চিকেন বার্গার, আমেরিকান ফ্রাইস, চিকেন ক্রিস্পারসহ আরও অনেক কিছু।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, খুব শীঘ্রই ধানমণ্ডি, গুলশান ও বনানীতে শাখা চালু করবে জনি রকেটস।

/এনএ/