ঠাণ্ডা ঠাণ্ডা মসলা কোক!

এই তীব্র গরমে এক গ্লাস ঠাণ্ডা কোল্ড ড্রিংক প্রাণ জুড়িয়ে দিতে পারে নিমিষেই। এ সময় অতিথি অ্যাপায়নেও কোক অথবা যেকোনও কোল্ড ড্রিংক পরিবেশন করা হয় অহরহ। স্বাদে ভিন্নতা নিয়ে আসতে লবণ ও মসলা মিশিয়ে তৈরি করে ফেলতে পারেন মসলা কোক! এই গরমে ঠাণ্ডা মসলা কোক দূর করবে ক্লান্তি।

ঠাণ্ডা ঠাণ্ডা মসলা কোক
জেনে নিন কীভাবে তৈরি করবেন-
উপকরণ
২ গ্লাস ঠাণ্ডা কোক
১/৪ চা চামচ ব্ল্যাক সল্ট
১ চিমটি লবণ
১ চা চামচ ধনেপাতা কুচি
১ চা চামচ চাট মসলা
৪ টুকরা বরফ
প্রস্তুত প্রণালি
একটি পাত্রে বরফ বাদে সব উপকরণ মেশান। গ্লাসে কোক ঢেলে বরফের টুকরা দিয়ে পরিবেশন করুন ঠাণ্ডা মসলা কোক।  
তথ্য: টাইমস অব ইন্ডিয়া    

/এনএ/