সুগন্ধি ব্যবহারের ৫ টিপস

রুচিশীল পোশাকের মতো সুগন্ধিও প্রকাশ করে আপনার ব্যক্তিত্ব। প্রয়োজনীয় এই অনুষঙ্গটি ব্যবহার করার আছে কিছু নিয়ম। অনেকে কাপড়ে ব্যবহার করেন সুগন্ধি। এটি উচিত নয়। এতে শখের পোশাকটি নষ্টও হয়ে যেতে পারে। আবার এই গরমে সুগন্ধি বাছাই করার আগে মনে রাখা চাই জরুরি কিছু বিষয়।  

সুগন্ধি ব্যবহারের টিপস
জেনে নিন প্রয়োজনীয় কিছু টিপস-

  • এই গরমে তীব্র সুগন্ধি ব্যবহার করবেন না। এটি অস্বস্তি বাড়াবে।
  • হালকা গন্ধের সুগন্ধি একটার বদলে কয়েকটি ব্যবহার করা যেতে পারে। মিশ্র সুগন্ধি চনমনে রাখবে আপনাকে।
  • গ্রিন টি, দারুচিনি, লেবু ও কমলার গন্ধযুক্ত সুগন্ধি এই গরমের জন্য উপযুক্ত।
  • যেসব সুগন্ধি ছেলেদের জন্য বিশেষভাবে প্রস্তুত, সেগুলোর গন্ধ দীর্ঘসময় থাকে। স্বাচ্ছন্দ্যে থাকতে পারলে ব্যবহার করতে পারেন ছেলেদের সুগন্ধিও।
  • কবজি ও গলার হাড়ে সামান্য সুগন্ধি স্প্রে করে নিন। সুগন্ধি না শুকানো পর্যন্ত ঘষবেন না কবজি।   

তথ্য: টাইমস অব ইন্ডিয়া    

/এনএ/