কাল শেষ হচ্ছে কিবরিয়ার শাড়ি প্রদর্শনী

IMG_20170407_183825রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালার ৪নং গ্যালারীতে চলছে শিল্পী কিবরিয়ার ২য় একক শাড়ি প্রদর্শনী। গত ১লা এপ্রিল এই প্রদর্শনীর উদ্বোধন করেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

‘বাংলার শাড়ি, বাঙালির শাড়ি’ শীর্ষক এই প্রদর্শনীতে হ্যান্ড পেইন্ট এবং বাটিক শাড়ির ৫০০টি  ডিজাইন রয়েছে, যার একটির সাথে আরেকটির মিল নেই। শিল্পী কিবরিয়ার নান্দনিক কাজের শাড়িগুলোতে আবহমান বাংলার চিত্র ফুটে উঠেছে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সাথে যৌথভাবে এই প্রদর্শনীতে শাড়ির দাম নির্ধারণ করা হয়েছে ২৫০০-৩০০০ টাকার মধ্যে। প্রদর্শনীটি চলবে আগামী ১৩ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং সকলের জন্য উন্মুক্ত।

/এফএএন/