৩ ধাপেই পুদিনার চাটনি

গরম গরম সিঙ্গারা অথবা নানরুটির সঙ্গে পুদিনার চাটনি পরিবেশন করতে পারেন। খাবারে বাড়তি স্বাদ নিয়ে আসে মজাদার এ চাটনি। খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন টক-ঝাল পুদিনার চাটনি।

৩ ধাপেই পুদিনার চাটনিজেনে নিন ৩ ধাপে কীভাবে বানাবেন এ চাটনি- 

উপকরণ
পুদিনা পাতা- আধা কাপ
ধনেপাতা- ১/৪ কাপ
কাঁচামরিচ- ১টি (কুচি)
পেঁয়াজ কুচি- দেড় টেবিল চামচ
লেবুর রস- ৩ টেবিল চামচ
পানি- ২ চা চামচ
দই- ১ টেবিল চামচ
লবণ ও মরিচ- স্বাদমতো
প্রস্তুত প্রণালি
ধনেপাতা ও পুদিনা পাতা ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন।

 

ধুয়ে নিন প্রথমে

সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করুন।

 

ব্লেন্ড করুন

মসৃণ পেস্ট হলে পাত্রে ঢেলে পরিবেশন করুম মুখরোচক পুদিনার চাটনি।

পাত্রে ঢেলে পরিবেশন করুন

তথ্য: উইকিহাউ      

/এনএ/