শুরু হচ্ছে ‘কাঠের পাঁচালী’

17973563_686208124895742_5654344665988310605_oকাঠের কারুকাজ তো সেই ছোটবেলা থেকে আমরা দেখে আসছি। কাঠ খোদাই করে কত খাট, চেয়ার টেবিল বানানো হলো। কাঠের নকশায় হাত বুলিয়ে কত প্রজন্ম বড় হয়ে গেল। সময়ের সঙ্গে সঙ্গে কাঠের চেয়ে সহজলভ্য উপাদান আসায় কাঠের কদর কমতে শুরু করেছে। সেই হারানো ঐতিহ্য ও কদর ফিরিয়ে আনতেই ‘কাঠের পাঁচালী’।

শিল্পী আবুল বরকত জামি ও স্থপতি তাসমিনা খানের যৌথ প্রদর্শনীতে দৃক গ্যালারিতে স্থান করে নিচ্ছে কাঠের কারুকাজ করা দেওয়াল, টেবিল ল্যাম্প, ল্যাম্প শেড, আয়নার ফ্রেম, ফটো ফ্রেম, গয়নার বাক্সসহ আরও অনেক কিছু।

প্রদর্শনীটি শুরু হবে আগামীকাল রবিবার বিকাল ৫টায়। চলবে ২৬ এপ্রিল রাত ৮টা পর্যন্ত। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।

/এফএএন/