রোদে পোড়া ত্বকের যত্ন

গ্রীষ্মের প্রচণ্ড রোদে ত্বক কালচে হয়ে যায়। এসময় ছাতা অথবা টুপি ব্যবহার করা চাই নিয়মিত। সানস্ক্রিন লোশনও ব্যবহার করতে হবে অবশ্যই। তারপরেও রোদের সংস্পর্শে এসে ত্বক বিবর্ণ হয়ে গেলে ঘরোয়া উপায়ে যত্ন নিতে পারেন।

রোদের সংস্পর্শে এসে ত্বক বিবর্ণ হয়ে গেলে ঘরোয়া উপায়ে যত্ন নিতে পারেন।
জেনে নিন রোদে পোড়া ত্বকের যত্নে নেবেন কীভাবে-  

  • কাঁচা দুধ ফ্রিজে রেখে ঠাণ্ডা করুন। ঠাণ্ডা দুধে পাতলা কাপড় ভিজিয়ে রোদে পোড়া ত্বকের উপর রেখে দিন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।
  • বাথটাবে কুসুম গরম পানি নিয়ে এক কাপ ওটমিল গুঁড়া মেশান। গোসলের সময় ওটমিল ঘষে নিন পোড়া ত্বকে।
  • পেট্রোলিয়াম জেলি ফ্রিজে রেখে ঠাণ্ডা করে রোদে পোড়া ত্বকে লাগান ঘষে ঘষে।
  • টক দই দূর করতে পারে ত্বকের রোদে পোড়া ভাব।
  • আপেল সিডার ভিনেগারে তুলা ডুবিয়ে রোদে পোড়া ত্বক ঘষে নিন।
  • ব্যবহৃত টি ব্যাগ ঠাণ্ডা করে লাগান রোদে পুড়ে যাওয়া ত্বকে।
  • শসা পেস্ট করে লাগিয়ে রাখুন ত্বকে। কিছুক্ষণ পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
  • অ্যালোভেরার জেল ত্বকে লাগিয়ে রাখলেও উপকার পাবেন।

তথ্য: রিডার্স ডাইজেস্ট

/এনএ/