এভারেস্ট বেইজ ক্যাম্পে বিয়ে!

বিয়ের উপযুক্ত স্থান হিসেবে জমকালো কমিউনিটি সেন্টারকেই বেছে নেন বেশিরভাগ দম্পতি।  তবে গতানুগতিক নিয়মকানুনকে বুড়ো আঙুল দেখিয়ে এভারেস্ট বেইজ ক্যাম্পে বিয়ে করেছেন এক যুগল! বিয়ের বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখতেই তাদের এই সিদ্ধান্ত। ক্যালিফোর্নিয়াবাসী এই যুগলের নাম জেমস সিসোম ও অ্যাশলি সিমিয়েদার। বিয়েতে সুন্দর ছবি চান- এমন আবদার জানালে আলোকচিত্রী চার্লটন চার্চিল পরামর্শ দেন এভারেস্টকে ব্যাকগ্রাউন্ড রেখে বিয়ের ছবি তুলতে। এই পরামর্শ যারপরনাই পছন্দ হয় এই জেমস ও অ্যাশলির। প্রায় ১ বছর প্রশিক্ষণের পর বর-কণে শুরু করেন ট্রেকিং। অবশেষে মাইনাস ৫ ডিগ্রী তাপমাত্রায় বিয়ের পোশাকে নতুন জীবন শুরু করেন জেমস ও অ্যাশলি। সে যাত্রাকে স্মরণীয় করে রাখতে মাউন্ট এভারেস্টের সামনে চমৎকার ছবি তোলেন চার্লটন চার্চিল। ব্যতিক্রমধর্মী এ বিয়ের কিছু ছবি থাকছে পাঠকদের জন্য-

এভারেস্ট বেইজ ক্যাম্পে বর-কনে

কনে অ্যাশলি সিমিয়েদার

বিয়ের ছবি তুলছেন চার্লটন চার্চিল

চলছে ফটোশুট

বিয়ের পর ফিরছেন নবদম্পতি  

তথ্য: টাইমস অব ইন্ডিয়া   

/এনএ/