ফ্যাশন হাউসের নতুন আউটলেট

gentle park uttra (3)তরুণদের কাছে জনপ্রিয় ফ্যাশন হাউস জেন্টল পার্ক তাদের ২৮ তম শাখার চালু করেছে উত্তরাতে। fএ উপলক্ষে আয়োজন করেছে জমজমাট ঈদ  ফ্যাশন শোয়ের।

উত্তরা  ফ্ল্যাগশিপ স্টোরে বর্ণাঢ্য ঈদ প্রস্তুতি ফ্যাশন শো এবং ফায়ার ওয়ার্কস দিয়ে উদ্বোধন করা হয় এই শোরুম। মোট ৪টি ফ্যাশন কিউতে তুলে ধরা হয়  দেশি ও পাশ্চাত্য পোশাকের গর্জিয়াস ও সামার ক্যাজুয়াল ঈদ পোশাক। 

এসময় উপস্থিত ছিলেন অভিনেতা ও মডেল ইমন ও অভিনেত্রী তিশাসহ জেন্টল পার্কের চেয়ারম্যান শাহদাৎ হোসেন চৌধুরী বাবু, ব্যবস্থাপনা পরিচালক  আজিম চৌধুরী । নতুন এই ফ্ল্যাগশিপ শপে পাওয়া যাবে ছেলেদের এক্সিকিউটিভ শার্ট, ক্যাজুয়াল শার্ট, পলো শার্ট ও টি শার্ট। আরো আছে জিন্স প্যান্ট, কার্গো প্যান্ট, এক্সিকিউটিভ ও ক্যাজুয়াল প্যান্ট। এছাড়াও জেন্টলপার্ক ওমেন ও জুনিয়র কো ব্র্যান্ড এ থাকছে তরুণীদের পাশাপাশি শিশুদের জন্য বর্নিল সব পাশ্চাত্য পোশাকের সংগ্রহ।  

জেন্টাল পার্কের ডিজাইনার ও কর্ণধার শাহদাৎ হোসেন চৌধুরী বাবু বলেন, ' জেন্টল পার্কে যত পোশাক তৈরি হয় তার সবগুলোতেই তারুণ্যের ছাপ থাকে। আমরা চেষ্টা করি এ সময়ের তরুণদের মাঝে দেশি প্রতিষ্ঠানের পোশাক পরার প্রবণতা তৈরি করবে। একটা সময় এদেশের তরুণরা বিপনীগুলোতে শুধুই বিদেশী নামকরা ব্র্যান্ডের পোশাকগুলো খুঁজতো। এর পরে শুরু হয় বাজারে এসব ব্র্যান্ডের নকল পণ্যের বিক্রির রেওয়াজ। সেই ধারা ভেঙ্গে একেবারেই দেশী ব্র্যান্ডের স্টিকার লাগিয়ে পোশাক বিক্রির প্রয়াস নিয়ে জেন্টল পার্ক এতদূর এসেছে।'

/এফএএন/