ইফতারে ঝটপট আনারসের হালুয়া

স্বাস্থ্যকর আনারসের হালুয়া রাখতে পারেন ইফতার মেন্যুতে। মিষ্টি এই আইটেমটি স্বাদে ভিন্নতা নিয়ে আসবে। ঝটপট তৈরিও করতে পারবেন মজাদার আনারসের হালুয়া।

আনারসের হালুয়া
জেনে নিন কীভাবে তৈরি করবেন-  
উপকরণ
আনারস- ১টি
চিনি- দেড় কাপ
ঘি- ৪ টেবিল চামচ
সুজি- ১ কাপ
বাদাম কুচি- ১ টেবিল চামচ
ছানা- ১/৪ কাপ
জাফরান- সামান্য
প্রস্তুত প্রণালি
আনারসের খোসা ছাড়িয়ে ছোট টুকরা করে কাটুন। ননস্টিক প্যানে চিনি ও পানি দিন। চিনি গলে না যাওয়া পর্যন্ত নাড়তে থাকুন। আনারসের টুকরা ও জাফরান দিয়ে চুলার জ্বাল কমিয়ে দিন। আরেকটি প্যানে ঘি গরম করে সুজি ভেজে নিন। বাদাম কুচি ও আনারস-চিনির মিশ্রণ প্যানে দিয়ে ভালো করে নাড়ুন। সুজি সেদ্ধ হয়ে গেলে ছানা দিয়ে আড়ো ২ মিনিট রান্না করুন। বাদাম দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন ইফতারে।

/এনএ/