চুলের রংয়ে বিপদ!

মডেল:প্রিয়ন্তি ইরফান, ছবি: সাজ্জাদ হোসেনখুব শখ করে চুলে রং করেছেন। বেশ সুন্দর লাগছে। সবাই খুব খুব খুশি। আপনার নতুন রূপ আপনাকে আনন্দ দিলেও চুলের জন্য সেটি মারাত্মক ক্ষতির কারণ হয়ে  উঠছে। জেনে নিন হেয়ার কালারে কী কী থাকে, আর সেটি কীভাবে আপনার চুলের স্বাভাবিক গতি বৃদ্ধি নষ্ট করে।

১) রংয়ে থাকা অ্যামোনিয়া চুলের বাইরের স্তরকে একেবারে নষ্ট করে দেয়।

২) হেয়ার কালারের পারোক্সাইড চুলের প্রকৃত রঙকে ফিকে করতে শুরু করে।

৩) অ্যামোনিয়া বিহীন রংও চুলের জন্য ক্ষতিকর কারণ সেখানে রাসায়নিক উপাদান থাকে।

৪) ডাইটা যত বেশি সময় চুলে রাখবেন, তত বেশি ক্ষতি হবে, ডাই করার পর যত দ্রুত চুল ধুয়ে ফেলা যায় ততই ভালো।

৫) চুলের রংয়ে থাকা রাসায়নিক পদার্থ আমাদের শরীরেরও ক্ষতি করে। এর থেকে ক্যান্সার হওয়ার ঝুঁকি পর্যন্ত থাকে।

তবে প্রাকৃতিক চুলের রং হলে ভিন্ন কথা। মেহেদি, ইনডিগো পাতা দিয়েও চুল রাঙানো যায়। সেটি কিন্তু ক্ষতিকর নয়।  

/এফএএন/