লবঙ্গ রাখুন হাতের কাছেই!

স্যুপ, সালাদ ও মিষ্টি খাবারে চমৎকার ঘ্রাণ নিয়ে আসতে লবঙ্গের জুড়ি নেই। বিভিন্ন স্বাস্থ্য সমস্যার ঝটপট সমাধান দিতেও অনন্য এটি। বাইরে বের হওয়ার সময় টিস্যুতে মুড়ে কয়েকটি লবঙ্গ রেখে দিতে পারেন ব্যাগে। হঠাৎ মুখে দুর্গন্ধ হলে অথবা গলা খুসখুস করলে এটি কাজে দেবে।

লবঙ্গ
জেনে নিন লবঙ্গের কী কী উপকার করে-       

  • মুখে দুর্গন্ধ হলে চট করে একটি লবঙ্গ মুখে দিয়ে চিবিয়ে নিন। মুখে দুর্গন্ধের জন্য দায়ী ব্যাকটেরিয়া ধ্বংস করার পাশাপাশি সুগন্ধি লবঙ্গ দূর করবে মুখের দুর্গন্ধ।
  • অনেক সময় দাঁত ব্যথা উপশম করে লবঙ্গ। অনেক টুথপেস্টেও লবঙ্গের বিভিন্ন উপাদান থাকে।
  • ঠাণ্ডা লাগা কিংবা কাশিতে মধু ও লবঙ্গ মেশানো চা পান করলে আরাম পাবেন।
  • অ্যাসিডিটির সমস্যা কমাতে প্রতিদিন লবঙ্গ খান।
  • লবঙ্গ চিবিয়ে খেলে গলা খুসখুসজনিত সমস্যা থেকে রেহাই পাবেন।

তথ্য:বোল্ডস্কাই

/এনএ/