ছবিতে জাতীয় ফল মেলা

‘স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই, দেশি ফলের গাছ লাগাই’- স্লোগান নিয়ে আজ ১৬ জুন শুক্রবার শুরু হয়েছে জাতীয় ফল মেলা ২০১৭। তিন দিনব্যাপী এ মেলা চলছে রাজধানীর খামারবাড়ির আ. ক. ম. গিয়াস উদ্দিন মিল্কী অডিটরিয়াম চত্বরে। দেশে উৎপাদিত সকল ধরনের ফল ও ফলদ বৃক্ষ প্রদর্শিত হচ্ছে মেলায়।
১৩০ প্রজাতির ফলের একাধিক জাত প্রদর্শিত হচ্ছে ফল মেলায়। মেলা থেকে কিনতে পারবেন বিভিন্ন ধরনের ফল। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।
ছবিতে দেখুন জাতীয় ফল মেলা ২০১৭-

দেশে উৎপাদিত বিভিন্ন ফল

দর্শনার্থীরা আসছেন সকাল থেকেই

চলছে দেশীয় ফল নিয়ে মেলা

ড্রাগন ফল এখন উৎপাদিত হচ্ছে দেশেই

আম

আঁশফল

জামরুল

আম

/এনএ/