চুল পড়া বন্ধ করে পেঁয়াজ!

চুলের যত্নে প্রাকৃতিক উপাদান ব্যবহার করতে পারেন নিয়মিত। চুল পড়া বন্ধ করার পাশাপাশি চুল ঝলমলে করতে সপ্তাহে একদিন ম্যাসাজ করতে পারেন নারিকেল তেল অথবা অলিভ অয়েল। মধু, পেঁয়াজের রস ও কলার হেয়ার প্যাক ব্যবহার করলেও বন্ধ হবে চুল পড়া।

পেঁয়াজ
জেনে নিন হাতের কাছেই পাওয়া যায় এমন কিছু প্রাকৃতিক উপাদান কীভাবে চুলের যত্নে ব্যবহার করবেন-

  • মাথার তালুতে পেঁয়াজের রস ঘষে ঘষে লাগান। আধা ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে প্রাকৃতিক কন্ডিশনার লাগান। সপ্তাহে একদিন এটি ব্যবহার করলে কমে যাবে চুল পড়া।
  • চুল ঝলমলে করতে অ্যালোভেরা জেলের জুড়ি নেই। অ্যালোভেরার পাতা থেকে জেল সংগ্রহ করে মাথার তালু ও চুলে লাগান। কিছুক্ষণ পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
  • চুলের গোড়ায় নিয়মিত অলিভ অয়েল ম্যাসাজ করলে চুল পড়া বন্ধ হওয়ার পাশাপাশি জৌলুস বাড়ে চুলের।
  • চুল রুক্ষ ও প্রাণহীন হয়ে পড়লে একটি কলা চটকে চুলে লাগান। আধা ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এটি চুলের রুক্ষতা কমাবে।
  • চুলের জন্য আরেকটি উপকারী উপাদান হচ্ছে মধু। মধু সরাসরি লাগাতে পারেন চুলে। চাইলে হেয়ার প্যাকেও মধু মিশিয়ে ব্যবহার করতে পারেন।
  • সপ্তাহে দুইদিন নারিকেল তেল গরম করে চুলে লাগান। এটি চুল ভেঙে যাওয়া প্রতিরোধ করবে।
  • চুলের বিবর্ণ ভাব দূর করার জন্য আপেল সিডার ভিনেগার ব্যবহার করতে পারেন। খুশকি দূর করতেও অনন্য এটি।

তথ্যবোল্ডস্কাই   

/এনএ/