সিএনজি-তে বাগান!

photo10গোটা বিশ্বের তাপমাত্রা যেই হারে বাড়ছে, তাতে গাছ লাগানোর বিকল্প নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। একমাত্র গাছই পারে পরিবেশ বাঁচাতে, তাই এর গুরুত্ব প্রচুর। কিন্তু গুরুত্বের থেকে প্রয়োজনের কথা বিবেচনা করে শখের বাগান করেছেন এক সিএনজি চালক। বাগানটি করেছেন তার গাড়ির ভেতরেই।

তার গাছের তালিকায় মানিপ্ল্যান্ট সহ রয়েছে নানা জাতের ফুলের গাছ। সিএনজির ভেতরে ছোট ছোট বোতল কেটে তাতে লাগিয়েছেন গাছের চারা। সিএনজিতে উঠে বসলে রীতিমতো মনে হয় একটি ভ্রাম্যমাণ বাগান ছুটছে।

প্রয়োজনের তাগিদে যিনি বাগান করেছেন তার নাম জাকির হোসেন। তার গ্রামের বাড়ি বরগুনায়, থাকেন ঢাকার উত্তর বাড্ডায়। প্রয়োজনটা কি জানতে চাইলে তিনি বলেন, জীবনে কোন কিছু করতে পারি নাই, তাই গাছ লাগাই। নিজের আরেকটি স্বপ্ন পূরণের লক্ষ্যে এবার ঈদে বাড়ি যাননি। স্বপ্নটি হল প্রাণের শহর ঢাকায় এক মুঠো জায়গা কেনার। কিছু টাকা জমিয়েছেন, আরও প্রয়োজন তাই বাড়ি যাননি।

তার স্ত্রী যার বাসায় কাজ করেন সেই মালিক তাদের কথা শুনেও সাহায্যের হাট বাড়িয়ে দিয়েছেন। ১.৫ কাঠার জমিতে তার ইচ্ছা একটি ছোট্ট ঘর এবং চারপাশ গাছগাছালি দিয়ে সবুজ করার। তার অগাধ বিশ্বাস তিনি একদিন পারবেন।    

/এফএএন/