পেঁয়াজের হেয়ার প্যাক: খুশকি দূর চিরতরে!

ত্বকের মরা চামড়া ও ধুলাবালি জমে খুশকি সৃষ্টি হয়। খুশকির কারণে চুল পড়ে যায়। এছাড়া বিরক্তিকর চুলকানি তো রয়েছেই। পেঁয়াজের হেয়ার প্যাক সপ্তাহে একদিন ব্যবহার করতে পারেন খুশকি স্থায়ীভাবে দূর করার জন্য।

পেঁয়াজের হেয়ার প্যাক
যেভাবে তৈরি ও ব্যবহার করবেন

  • একটি পাত্রে ২ টেবিল চামচ পেঁয়াজের পেস্ট নিন।
  • ২-৩ টেবিল চামচ আপেল সিডার ভিনেগার মেশান।
  • মিশ্রণটি মাথার তালুতে লাগান।
  • চুল উঁচু করে বেঁধে নিন।
  • ১ ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
  • কন্ডিশনার ব্যবহার করবেন অবশ্যই।
  • সপ্তাহে একদিন ব্যবহার করুন এই হেয়ার প্যাক।

খুশকি দূর করতে এই হেয়ার প্যাক কার্যকর কেন?

  • পেঁয়াজের রস মাথার ত্বকের চুলকানি ও খুশকি দূর করে।
  • আপেল সিডার ভিনেগারে রয়েছে অ্যান্টি-ফ্ল্যামাটরি উপাদান যা ত্বকের অ্যালার্জি দূর করে।
  • খুশকির জন্য দায়ী ব্যাকটেরিয়াকে ধ্বংস করে আপেল সিডার ভিনেগার।
  • মাথার ত্বকের পিএইচ লেভেল নিয়ন্ত্রণ করে খুশকি দূর করে এই হেয়ার প্যাক।

তথ্যদ্য ইন্ডিয়ান স্পট  

/এনএ/