বিস্ময়কর আকৃতির ৭ দ্বীপ!

মেঘের মধ্যে বিভিন্ন আকৃতি দেখা যায় প্রায়ই। তবে জানেন কি, গভীর সাগরে অবস্থিত বিভিন্ন দ্বীপেরও রয়েছে এমন সব আকৃতি যা দেখে রীতিমতো চমকে যেতে হয়! দ্বীপগুলোর বিস্ময়কর এই আকৃতি প্রকৃতিপ্রদত্ত।

ডলফিন আইল্যান্ড

ডলফিন আইল্যান্ড

দক্ষিণ ইতালিতে অবস্থিত ডলফিন আইল্যান্ড। ডলফিনের আকৃতির অদ্ভুত এই দ্বীপটি দেখতে ভিড় জমান পর্যটকরা।

বুমেরাং আইল্যান্ড

বুমেরাং আইল্যান্ড
ফিলিপাইন, মালয়েশিয়া ও দক্ষিণ ভিয়েতনাম উপকূলে অবস্থিত বুমারাং দ্বীপ। এই দ্বীপে প্রচুর পরিমাণে গ্যাস ও তেল মজুদ রয়েছে।

ক্রোকোডাইল আইল্যান্ড

ক্রোকোডাইল আইল্যান্ড  
কুমিরের আকৃতির কারণে ক্রোকোডাইল দ্বীপ নামে পরিচিত ফিলিপাইনের এই দ্বীপ। পর্যটকদের অন্যতম আকর্ষণ এই দ্বীপটি হোয়াইট বিচ থেকে মাত্র ২০ মিনিট দূরত্বে অবস্থিত।

হার্ট আইল্যান্ড

হার্ট আইল্যান্ড
দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ফিজিতে অবস্থিত তাভারুয়া দ্বীপটি দেখলে বিস্ময়ে চমকে যেতে হবে। হৃদয় আকৃতির দ্বীপ এটি। প্রবাল আচ্ছাদিত দ্বীপটি কায়াকিং ও স্কুবা ডাইভিংয়ের জন্য বিখ্যাত।

মুন আইল্যান্ড

মুন আইল্যান্ড
চাঁদ দেখতে ভালোবাসেন? তবে আকাশের পাশাপাশি মোলোকিনি আইল্যান্ডের দেখতে ভুলবেন না! চাঁদ আকৃতির এই দ্বীপটির অবস্থান প্রশান্ত মহাসাগরের মাঝখানে। মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রদেশ হাওয়াই দ্বীপপুঞ্জের এই অর্ধচন্দ্রাকার দ্বীপটিতে প্রায় ২০০ প্রজাতির মাছের দেখা মেলে।

ফিশ আইল্যান্ড

ফিশ আইল্যান্ড
স্বচ্ছ নীল পানির চমৎকার আইল্যান্ডটি দেখে মনে হবে যেন পুচ্ছ নাড়ানো এক মাছ! ক্রোয়েশিয়ায় ছোট ছোট ১৪টি দ্বীপ মিলে তৈরি হয়েছে ফিশ আইল্যান্ড। কথিত আছে, এই দ্বীপে পাওয়া গিয়েছিল ডাইনোসরের পদচিহ্ন!

স্মাইলি আইল্যান্ড

স্মাইলি আইল্যান্ড
প্লেন থেকে যদি দেখেন একটি দ্বীপ আপনার দিকে তাকিয়ে হাসছে, তবে অবাক হবেন না! হাসিমুখের এই আইল্যান্ডটি মালয়েশিয়ায় অবস্থিত। বেশ কয়েকটি দ্বীপ মিলে তৈরি হয়েছে চমৎকার এই স্মাইলি।

তথ্যএলিট রিডার্স   

/এনএ/